নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
বিশ্বজোড়া করোনা অতিমারির ফলে ২০৩০ সালের মধ্যে চরম দারিদ্রের মুখোমুখি হতে চলেছেন প্রায় দু’শো মিলিয়নের বেশি মানুষ, জানা গিয়েছে রাষ্ট্রসংঘের এক সমীক্ষায়।
ইউএন ডেভেলপমেন্ট প্রোগামের এক সমীক্ষা বলছে করোনা অতিমারীর দীর্ঘমেয়াদী ফল ভুগবে সারা বিশ্ব, ২০৩০ সালের মধ্যে চরম দারিদ্রসীমার নীচে পৌঁছবেন ২০০ মিলিয়নের বেশি মানুষ। সমীক্ষার ফল বলছে, কাজ হারিয়ে দারিদ্রসীমার নীচে পৌঁছনো মহিলাদের সংখ্যা দাঁড়াবে প্রায় ১০৩ মিলিয়ন।
রাষ্ট্রসঙ্ঘের সমীক্ষা থেকে আরও জানা যাচ্ছে, করোনা অতিমারীর ফলে যে অর্থনৈতিক সংকট তৈরী হয়েছে আগামী ১০ বছরেও তা থেকে বেরোনো সম্ভব হবে না কারণ, সর্বত্র হ্রাস পেয়েছে উৎপাদন যার ফলে আর্থিক বৃদ্ধি ক্রমশ নিম্নমুখী হয়েছে এবং সেই একই গতি বিরাজমান।
আরও পড়ুনঃ বিশ্বের সেরা ছ’য়ে সেরাম ইন্সটিটিউটের একজিকিউটিভ অফিসার আদর পুনাওয়ালা
ইউএন ডেভেলপমেন্ট প্রোগ্রামের অ্যাডমিনিষ্ট্রেটর একিম স্টাইনার বলেন, এই সমীক্ষা দারিদ্রের কারণগুলি তুলে ধরেছে সেক্ষেত্রে সদিচ্ছার সঙ্গে কাজ করলে কিছুটা সমাধান করা সম্ভব যেহেতু চরম সীমায় পৌঁছনোর আগে হাতে কিছুটা সময় এখনও আছে। প্রায় এক দশক সময় রয়েছে, সামাজিক সুরক্ষা ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন প্রকল্পের প্রয়োজন এই মুহূর্তে। এই বিষয়ে সব দেশের সরকারকে প্রাধান্য দিতে বিভিন্ন জনমুখী প্রকল্পের দিকে।
আরও পড়ুনঃ নামী কোম্পানির মধুতে মিশছে চিনের চিনির সিরাপ বলছে রিপোর্ট
একই সঙ্গে ইউএন ডেভেলপমেন্ট প্রোগ্রামের পরামর্শ, সব দেশকে কিছু জিনিস নিয়ে সম্মিলিত ভাবে কাজ করতে হবে যেমন জল এবং বিদ্যুৎ ব্যহারের ক্ষেত্রে, ইন্টারনেট সহজলভ্য করতে হবে, ডিজিটাল ক্ষেত্রের উন্নতি সাধন, সর্বোপরি করোনা মুক্তির দিকে বিশেষ নজর দিতে হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584