অতনু ঘোষ, পূর্ব বর্ধমানঃ
পূর্ব বর্ধমান জেলার মেমারি ১ নম্বর ব্লকের আলিপুর এলাকার চাপড়া পুকুরে গত মঙ্গলবার রাতে শত্রুতা করে ৩ বিঘা আয়তনের বড় একটি পুকুরে বিষ দিয়ে আনুমানিক প্রায় ২৫০০ কেজির বেশি মাছ মেরে ফেলে দুর্বৃত্তরা। এতে আনুমানিক প্রায় ৩ লক্ষ টাকার উপরে ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পুকুর মালিকের।
পূর্ব বর্ধমান জেলার মেমারি ১ নম্বর ব্লকের আলিপুর এলাকার চাপড়া পুকুরে মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটায় দুর্বৃত্তরা।পুকুর মালিক মেমারি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়েছেন।পুলিশ প্রশাসন থেকে পুকুরের পাড়ে গিয়ে পরিদর্শন করার আশ্বাস দিয়েছেন।
আরও পড়ুনঃ মুর্শিদাবাদে মৃত্যুর চারমাস পর কবর থেকে দেহ উদ্ধার করে ময়নাতদন্ত
কিন্তু আজ দুদিন হয়ে যাওয়ার পরও পুলিশ প্রশাসন পরিদর্শনে আসেননি বলে জানান পুকুর মালিক।বৃহস্পতিবার ৫ ই নভেম্বর পুকুরের ধারে গিয়ে দেখা যায় মাছ পচে এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। অস্বাস্থ্যকর অবস্থার সৃষ্টি হয়েছে এলাকায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584