নাভালনির মুক্তির দাবিতে বিক্ষোভ রাশিয়ায়, গ্রেফতার কয়েক হাজার

0
40

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে বিক্ষোভ সামিল হাজার হাজার মানুষ। বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনির কারাদণ্ডের পর তাঁর সমর্থনে হওয়া বিক্ষোভে যোগ দেওয়ায় ৩ হাজারের বেশি মানুষকে পুলিশ গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে।

Russia police | newsfront.co

বিক্ষোভে প্রচুর পুলিশ থাকলেও, বিক্ষোভে যোগ দিয়েছিলেন কয়েকহাজার মানুষ। প্রেসিডেন্ট পুতিনের সমালোচকদের মধ্যে সবচেয়ে আলোচিত ব্যক্তি অ্যালেক্সেই নাভালনি গত রবিবার গ্রেফতার হওয়ার পর বিক্ষোভের ডাক দেন।

গত বছর আগস্ট মাসে রাশিয়ায় বিরোধী নেতা নাভালনির ওপর স্নায়ু বিকল করার বিষাক্ত রাসায়নিক প্রয়োগ করা হয়েছিল। তারপর থেকে তিনি চিকিৎসার জন্য বার্লিনে ছিলেন। গত রবিবার বার্লিন থেকে মস্কোতে ফেরার পর তাকে গ্রেফতার করা হয়। প্যারোলের শর্ত ভাঙ্গার অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাঁকে। অন্যদিকে, নাভালনি দাবি করেছেন যে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা।

আরও পড়ুনঃ করোনায় মৃত টিভি ব্যক্তিত্ব ল্যারি কিং

ওভিডি ইনফো নামে একটি বেসরকারি সংস্থা, যারা র‍্যালি পর্যবেক্ষণের কাজ করে থাকে, জানিয়েছে প্রায় ৩,১০০ মানুষকে আটক করা হয়েছে, যার মধ্যে মস্কো থেকেই রয়েছেন প্রায় ১২০০ জন। নাভালনির স্ত্রী ইউলিয়াকেও কিছুক্ষণের জন্য আটক করে পুলিশ। তিনি ওই ঘটনার একটি ছবিও তার ইনস্টাগ্রামে পোস্ট করেন। এ বিষয়ে ক্রেমলিনের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ আমেরিকার সবচেয়ে মিথ্যাবাদী প্রেসিডেন্ট ট্রাম্প, দাবি ওয়াশিংটন পোস্টের

মস্কো, সেন্ট পিটার্সবার্গ, সাইবেরিয়াসহ প্রায় ১০০ শহরে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।কিশোর ছাত্র ছাত্রী থেকে শুরু করে বয়স্ক ব্যক্তিরা পর্যন্ত বিক্ষোভে অংশগ্রহণ করেছিলেন। নাভালনির মুক্তির দাবিতে এই বিক্ষোভ ছিল একেবারে স্বতঃস্ফূর্ত।জানা যাচ্ছে রাশিয়ায় এই মাত্রার বিক্ষোভ আগে কখনো দেখা যায়নি আর মস্কোতে গত দশ বছরের মধ্যে এত বড় বিক্ষোভ হয়নি।

রাশিয়ায় শনিবার মোবাইল ফোন ও ইন্টারনেট সংযোগ কিছু সময়ের জন্য বিঘ্নিত হয়েছিল বলে জানা গিয়েছে। পাশাপাশি,সামাজিক মাধ্যম অ্যাপ টিকটকে বিক্ষোভ কর্মসূচিকে সমর্থন করে অসংখ্য ভিডিও প্রকাশ করা হয়েছে এবং মি. নাভালনি সম্পর্কে ভাইরাল মেসেজ শেয়ার করা হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here