ছয় ব্যাঙ্কে ৪০০ কোটি ঋণ! নিখোঁজ দিল্লির চাল রফতানিকারী সংস্থার তিন মালিক

0
62

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

করোনা আবহের মধ্যে আবারও বিপুল কোটি টাকার ঋণ খেলাপির ঘটনা সামনে আসতেই প্রশ্ন সর্বস্তরে । তবে ঘটনা সাম্প্রতিককালের নয় । ২০১৬ সালে দিল্লির রাম দেব ইন্টারন্যাশনাল লিমিটেড নামক এক বাসমতি চাল রপ্তানিকারক সংস্থার ৩ জন মালিক এসবিআই সহ দেশের ৬ টি ব্যাংক থেকে ৪১৪ কোটি টাকার ঋণ নিয়ে তা পরিশোধ না করে দুবাই চলে যায় বলে সূত্রের খবর ।

Money | newsfront.co
প্রতীকী চিত্র

জানা গেছে এই মোট ৪১৪ কোটি টাকার ঋণের মধ্যে এসবিআইয়ের থেকে ১৭৩ কোটি ১১ লক্ষ টাকা, কানাড়া ব্যাঙ্ক থেকে ৭৬ কোটি ৯ লক্ষ টাকা, ইউনিয়ন ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে ৬৪ কোটি ৩১ লক্ষ টাকা, সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়ার থেকে ৫১ কোটি ৩১ লক্ষ টাকা, কর্পোরেশন ব্যাঙ্ক থেকে ৩৬ কোটি ৯১ লক্ষ টাকা এবং আইডিবিআই-এর থেকে ১২ কোটি ৩৭ লক্ষ টাকা ঋণখেলাপির অভিযোগ উঠেছে পলাতক ওই তিনজন চাল ব্যবসায়ীর বিরুদ্ধে ।

আরও পড়ুনঃ তাবলীগ প্রধানের উপর আরোপিত অডিও ক্লিপ ভুয়ো বলে অনুমান দিল্লি পুলিশের

এসবিআই সূত্রে খবর তারপর থেকে নাকি ওই সংস্থার তিনজন মালিকসহ আর একজন অজ্ঞাতপরিচয় সরকারি অফিসারের খোঁজ করতে শুরু করে এসবিআই সহ বাকি ব্যাঙ্কগুলি । চলতি বছরের ২৫ শে ফেব্রুয়ারি অভিযুক্ত সংস্থার বিরুদ্ধে সিবিআইয়ের দ্বারস্থ হয় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া । কিন্তু ২০১৬ থেকে ২০২০ পর্যন্ত এই দীর্ঘ সময়ের মধ্যে কেন ব্যাঙ্কগুলি প্রশাসনের দ্বারস্থ হয়নি তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here