একদিনে করোনায় মৃত্যু ৫০০ ছাড়াল, উৎসবে রাশ টানতে রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রীয় স্বাস্থ্যসচিবের

0
67

শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ

উৎসবের মরশুমের রেশ কাটেনি এখনো কিন্তু বিভিন্ন রাজ্যের করোনা গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী। বাড়ছে মৃত্যুর সংখ্যাও। এই পরিস্থিতিতে রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলিকে চিঠি দিয়ে উৎসবে রাশ টানার নির্দেশ দিল কেন্দ্র।

corona third wave
প্রতীকী ছবি

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক রবিবার যে তথ্য দিয়েছে,তাতে দেখা গিয়েছে গত ২৪ ঘণ্টায় দেশে ১৫ হাজার ৯০৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। একদিনে করোনার বলি ৫৬১ জন। মহারাষ্ট্র, কেরলে কোনওমতেই কমানো যাচ্ছেনা আক্রান্তের সংখ্যা।

উৎসবের মরশুমে বাংলাতেও বেড়েছে সংক্রমণ। নোভেল করোনা ভাইরাস প্রতিরোধে টিকাকরণকেই মূল হাতিয়ার করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে মোট ১০২ কোটি ১০ লক্ষ ৪৩ হাজার ২৫৮ ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে গতকালই ভ্যাকসিন দেওয়া হয়েছে ৭৭ লক্ষের বেশি ডোজ।

আরও পড়ুনঃ বাড়ছে সংক্রমণ, দুটি ডোজের পরেও প্রয়োজনে বুস্টার ডোজ নেওয়ার বার্তা এইমস প্রধানের

কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ চিঠি দিয়ে রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলিকে জানিয়েছেন, যে সমস্ত এলাকা কনটেনমেন্ট জোনের আওতায় পড়ে এবং যে জেলাগুলিতে সংক্রমণের হার ৫ শতাংশের বেশি, সেখানে কোনও জমায়েত করা যাবে না। উৎসবের জমায়েতে দূরত্ববিধি-সহ কোভিডের সমস্ত নিয়ম পালন করা হচ্ছে কি না, সেদিকে কড়া নজর রাখতে হবে, মানুষকে অপ্রয়োজনীয় ভ্রমণে রাশ টানতে হবে। বাজারের বদলে অনলাইন কেনাকাটায় জোর দিতে হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here