নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
করোনা ভাইরাসের দাপটে নাজেহাল গোটা বিশ্ব। সংক্রামিত ও মৃতের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। এহেন পরিস্থিতির মধ্যেই করোনা ভ্যাকসিন কবে আসবে সেই আশা নিয়েই দিন কাটিয়েছে দেশ। করোনা নির্মূল করতে ভ্যাকসিনেই ভরসা রেখেছে ভারত।
কিন্তু এবার সেই ভ্যাকসিন থেকেই মুখ ফিরিয়ে নিচ্ছে দেশবাসী। সম্প্রতি যে গবেষণা সামনে এসেছে সেখানে দেখা যাচ্ছে প্রায় ৬৯ শতাংশেরও বেশি ভারতীয় করোনা ভ্যাকসিন নিতে দ্বিধায় রয়েছে। অক্টোবরে এই টিকা নিতে অনীহা প্রকাশ করেছেন এমন মানুষের সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে। প্রাথমিকভাবে সেই হার ছিল ৬১ শতাংশ।
আরও পড়ুনঃ বিধানসভা ভোটের আগেই রাতের শহরে টহলদারি বাড়ানোর নির্দেশ কমিশনারের
কমিউনিটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম লোকাল সার্কলস জানাচ্ছে, সারা দেশের ২৪২টি জেলার ১৮ হাজার জনেরও বেশি লোকের উপর এই সমীক্ষা চালানো হয়। এদের মধ্যে ৬৬ শতাংশ পুরুষ এবং ৩৪ শতাংশ মহিলা। প্রথম সমীক্ষা ১৫ থেকে ২০ অক্টোবরের মধ্যে করা হয়েছিল, দ্বিতীয়টি ১০ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছিল।
এই কমিউনিটির প্রতিষ্ঠাতা শচীন তপারিয়া বলেন, দেশবাসীর এমন ভ্যাকসিন অনীহার মূল কারণ পার্শ্ব-প্রতিক্রিয়ার বিভিন্ন তথ্য সামনে আসা। এমনকী ভ্যাকসিনের কার্যকারীতা নিয়েও বিশেষ তথ্য জানা যাচ্ছে না। ভ্যাকসিন নিলে যে করোনা ভাইরাসে আক্রান্ত হবে না, এখনও এমন নিশ্চয়তা নেই। তাই এই ভাবনা।
আরও পড়ুনঃ দেশের সেরা ‘সাইবার কপ’ কলকাতা পুলিশের সাইবার থানার ইন্সপেক্টর ডেনিস অনুপ লাকরা
দেশে এখন সংক্রমণের সংখ্যাটা আগের থেকে অনেকটাই কম। নভেম্বরের মাঝামাঝি থেকেই কোভিড প্রাদুর্ভাবে কিছুটা রাশ টানা গিয়েছে। অ্যাক্টিভ কেসও কমেছে অনেকটাই। সুস্থতার হারও বৃদ্ধি পেয়েছে। এহেন পরিস্থিতিতে ভ্যাকসিন নিয়ে সরকারকে অনেক বেশি সচেতন হতে হবে এমনটাই জানান শচীন তাপারিয়া।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584