করোনায় মৃত ৯০০-র বেশি, সাংবাদিকের আকস্মিক নিখোঁজে ফুঁসছে জনগণ

0
65

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

করোনার প্রকোপে নাজেহাল চিন। ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা। অসুস্থদের দল ভারী হচ্ছে দ্রুতগতিত্র এর আগে খবর পাওয়া গেছে, করোনা ভাইরাস সম্পর্কে সবাইকে সচেতন করা চিকিৎসক, যিনি সর্বপ্রথম করোনা সম্পর্কে অন্য চিকিৎসকদের সবার আগে জানান, সেই লি ওয়েংলিয়ান মারা গিয়েছেন করোনায়।

Corona | newsfront.co
সাংবাদিক চেন কুইশি(বাঁদিকে)। চিত্র সৌজন্যঃ রিপোর্টার লাইভ

তিনি ছিলেন উহানের বাসিন্দা। এবার সেই উহানেই নিখোঁজ হলেন এক সাংবাদিক। নাম চেন কুইশি। এই ঘটনার প্রভাব পড়েছে আরও এক বন্ধু সংবাদিকের উপর, তিনি ফ্যাং বিন। একের পর এক ঘটে চলা ঘটনায় নিশ্চুপ হয়ে গিয়েছেন ফ্যাং। অন্যদিকে চিনের মানুষ আস্তে আস্তে রাগে ফুঁসছে।

আরও পড়ুনঃ ‘করোনা’ সম্পর্কে সবাইকে প্রথম সচেতন করেও মৃত চিনা চিকিৎসক

জানা গেছে, চিনা চিকিৎসক লি ওয়েংলিয়ানকে আগে চিনা সরকার ভুয়ো খবর রটানোর অপরাধে কঠিন শাস্তি দিয়েছিল। আম জনতা সেই খবর পেয়ে আগে থেকেই ফুঁসছিল চিন সরকারের প্রতি।

লি’-এর মৃত্যুতে হিংসা আরও বেড়ে যায় জনগণের। এই হিংসাকে অনুঘটকের মতো বাড়িয়ে দেয় সংবাদিক চেন কুইশির হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়া। সাংবাদিক চেন ও ফ্যাং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জনগণের কাছে করোনা ভাইরাস সংক্রান্ত নানান খবর তুলে ধরতেন।

একই সময়ে কানাঘুষো শোনা যাচ্ছিল চিনের কমিউনিস্ট পার্টি করোনাতে প্রকৃত মৃতের সংখ্যা জনগণের থেকে চেপে দিতে চাইছে। আর তার কিছুদিন পরে হঠাৎ করে নিখোঁজ হয়ে যায় চেন।

অদ্ভুতভাবে বন্ধু সাংবাদিক ফ্যাং-ও করোনা সংক্রান্ত আর কোনও তথ্য প্রকাশ করেন না। এই দুটো ঘটনাই ফুঁসিয়ে তুলেছে চিনের সাধারণ দর্শককে।

সর্বভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, করোনাভাইরাসে ইতিমধ্যেই চিনে মারা গিয়েছেন ৯০০-র বেশি মানুষ। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৪০ হাজার। রবিবার ৯৭ জনের মৃত্যু হয়।

৩ হাজার জন নতুন করে আক্রান্ত হন। চিনের জাতীয় স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, মৃত ৯৭ জনের মধ্যে ৯১ জনই হুবাই প্রদেশের। বাকিদের মৃত্যু হয়েছে হাইনান, গানসু, জিয়াংজি, আনহুই প্রদেশে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here