ওয়েবডেস্কঃ
অর্ধশতাধিক রাবনবধ দর্শনার্থীর রেলে চাপা পড়ে মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থল পাঞ্জাবের অমৃতসরের নিকটবর্তী যোধা ফাঠক এলাকায়।
রিপোর্ট অনুযায়ী প্রতি বছরের ন্যায় এবারও দসেরা উপলক্ষে জড় হয়েছিল মানুষ রেললাইনের ধারেই অনুষ্ঠিত রাবণ বধ অনুষ্ঠান দেখতে। যেইমাত্র রাবণের কুশপুত্তলিকায় আগুন লাগানো হয়, ঠিক সেই মুহূর্তেই একইসঙ্গে দুটো ট্রেন রেললাইনে দাঁড়িয়ে থাকা ভিড়ের উপর দিয়ে পুরো গতিবেগে চলে যায়। ছিন্নভিন্ন হয়ে যায় অর্ধশতাধিক দর্শনার্থীর দেহ। মূহুর্তের মধ্যে আনন্দ বদলে যায় দুঃখে। ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।
ঘটনার ভিডিও নীচে👇
পঞ্চাশের উপর আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রিপোর্ট অনুযায়ী স্থানীয় মানুষের দাবি ঘটনায় শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে। তবে মৃতের সংখ্যা বাড়াড় সমূহ সম্ভাবনা আছে।
(ছবি ও ভিডিও- সংগৃহীত)
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584