মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
আজ, শুক্রবার দেশজুড়ে পালিত হচ্ছে গণেশ চতুর্থী। এদিন ধুমধাম করে গণেশ পুজো করেন মুম্বইবাসী। প্রতিবছর মুম্বইয়ে জাঁকজমক করে মহাআড়ম্বরে পুজো করা হয় গণপতি বাপ্পাকে। কিন্তু এবছর করোনার ধাক্কায় মুখ থুবড়ে পরেছে গণেশ পুজো। কিন্তু এতে দমে যাননি মুম্বইবাসী। এবছর জাঁকজমক কমিয়ে অনাড়ম্বরেই পালিত হচ্ছে গণেশ চতুর্থী।
এই মহোৎসবে করোনা সংক্রমণের হাত থেকে মানুষকে রক্ষা করার জন্য কড়া ব্যবস্থা নিল মুম্বই পুলিশ। এবছর নম নম করে গণেশ পুজো হলেও করা যাবে না শোভাযাত্রা। পুজোর জায়গায় পাঁচ জনের বেশি জমায়েত করা যাবে না। বৃহস্পতিবার একথা সাফ জানানো হয়েছে মুম্বই পুলিশের তরফ থেকে।
Mumbai Police impose Sec 144 CrPC in Mumbai from 10-19 Sept. No Ganpati processions will be allowed. More than 5 people not allowed to gather at a place. Devotees to take darshan of Lord Ganesha online. Order applicable under the jurisdiction area of Mumbai Police Commissionerate
— ANI (@ANI) September 9, 2021
আরও পড়ুনঃ ফের ৩৫ হাজারের নীচে নামল দৈনিক সংক্রমণ, কমল মৃত্যুও
১০ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত এই নিয়ম জারি থাকবে। থাকছে অনলাইন ব্যবস্থা।গণেশ চতুর্থীর দিন ভক্তরা অনলাইনের মাধ্যমে পুজো দিতে পারবেন। দর্শনার্থীরা যাতে অনলাইনেই পুজো দেখতে পান তারও ব্যবস্থা করা হয়েছে। মুম্বই পুলিশ কমিশনারেটের অন্তর্গত যে এলাকাগুলো রয়েছে, সেখানে এই নিয়মাবলী কার্যকর হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584