ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
করোনার প্রকোপে কার্যত বেসামাল সারা দেশ। করোনার দ্বিতীয় ঢেউয়ে আক্রান্ত হয়েছেন দেশের জওয়ানরাও। করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি প্রায় ৫ হাজারেরও বেশি জওয়ান। সরকারি সূত্রে খবর, গত তিন সপ্তাহে আক্রান্তের সংখ্যা প্রায় পাঁচ গুণ বেড়েছে।
প্রশাসন সূত্রে জানা গেছে, ১৮এপ্রিল হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১০৬৭ জন জওয়ান, সেখানে ১০মে সেই সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৫০৩৪। তবে সেনাবাহিনীর মধ্যে মৃত্যুর হার খুব বেশি নয়। এছাড়া সেনাবাহিনীর প্রায় প্রত্যেকেই টিকা দেওয়া সম্পূর্ন হয়েছে।
আরও পড়ুনঃ ‘উত্তরপ্রদেশে মৃত ভোট কর্মীদের ১ কোটি করে ক্ষতিপূরণ’, জানাল এলাহাবাদ হাইকোর্ট
অপরদিকে অবসরপ্রাপ্ত সেনাদের মধ্যে যেখানে ৩৫৬জন হাসপাতালে ভর্তি ছিলেন সেই সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১৮১৪। উল্লেখ্য, সেনা হাসপাতালে কেবল সেনাবাহিনী নয় ৪৪৮ জন করোনা আক্রান্ত সাধারণ মানুষও ভর্তি আছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584