নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের কট্টর সমালোচক ও বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির মুক্তির দাবিতে রাশিয়াজুড়ে ব্যাপক বিক্ষোভ অব্যাহত। এ পর্যন্ত ৫ হাজারের বেশি বিক্ষোভকারীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বিক্ষোভ আটকাতে লকডাউন জারি করা হয় মস্কোর প্রাণকেন্দ্রে। রাশিয়ার প্রেসিডেন্টের সরকারি বাসভবন ক্রেমলিনের আশপাশের এলাকা পথচারীদের জন্য বন্ধ করে দেওয়া হয়। মেট্রো স্টেশন বন্ধের পাশাপাশি বিশাল সংখ্যায় দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে।
মস্কো শহরে বিভিন্ন মেট্রো স্টেশন বন্ধ করে দেয় পুলিশ। পাশাপাশি সাধারণ মানুষের চলাচলের ক্ষেত্রেও জারি করা হয়েছে বিধি নিষেধ। গোটা শহর জুড়ে কঠোর পুলিশি নিরাপত্তা জারি রয়েছে। এমনকি শহরের মূল এলাকার অনেক দোকান ও রেস্তোরাঁও বন্ধ করে দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ পুতিন নন বিলাসবহুল অট্টালিকার মালিক বলে দাবি করলেন কোটিপতি, তোলপাড় রাশিয়া
ক্রেমলিন সমালোচক, অ্যালেক্সি নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনিকেও আটক করা হয়েছিল, তবে পরে তাঁকে ছেড়ে দেয় পুলিশ। প্রতিবাদে যোগ দেওয়ার আগে তিনি ইনস্টাগ্রামে লিখেছিলেন, “আজ যদি আমরা চুপ থাকি তবে তারা আগামীকাল আমাদের যেকোনো কারো কাছে আসতে পারে।”
রাশিয়ার আরেকটি শহর ভ্লাদিভস্তকের একটি ভিডিও ফুটেজে দেখা গিয়েছে একই দৃশ্য, অসংখ্য বিক্ষোভকারী রাস্তা বিক্ষোভ দেখাচ্ছেন নাভালনির মুক্তির দাবিতে।
আরও পড়ুনঃ গ্রেফতার অং সাং সুচি, সেনাবাহিনীর হাতে মায়ানমারের ক্ষমতা
জানুয়ারি মাসে বার্লিন থেকে রাশিয়া ফিরে আসার পরেই জামিনের নীতি লঙ্ঘনের অভিযোগে নাভালনিকে গ্রেপ্তার করা হয়। এক্ষেত্রে নাভালনি তার গ্রেপ্তার হওয়াকে ‘পুরোপুরি অবৈধ’ বলে আখ্যা দেন। জেলে যাওয়ার আগে নাভালনি তার সমর্থকদের রাস্তায় বের হয়ে বিক্ষোভ প্রদর্শনের আহ্বান জানান। তারপর থেকেই নাভালনির সমর্থনে বিক্ষোভ জারি রেখেছেন তাঁর সমর্থকরা।
বিরোধী নেতা নাভালনিকে আটক করার পর থেকে রাশিয়ার প্রায় ১০০টি শহরে বিক্ষোভ চলছে। হাজার হাজার মানুষকে গ্রেপ্তারের পরও বিক্ষোভ অব্যাহত রয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584