নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
পরিবারে নুন আনতে পান্তা ফুরোয়। তার ওপরে লকডাউন। এই অবস্থায় রেশন পরিষেবা থেকে বঞ্চিত হয়ে রয়েছেন মালদহের শতাধিক পরিবার। রেশন ডিলার এবং স্থানীয় বিজেপি মেম্বারকে বারবার জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ। তাই আজ প্রায় কুড়ি কিলোমিটার পায়ে হেঁটে শতাধিক মহিলা দ্বারস্থ হলেন ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিহার রঞ্জন ঘোষের কাছে।
উল্লেখ্য এই লকডাউনে রেশন পরিষেবা থেকে বঞ্চিত ইংরেজবাজার ব্লকের যদুপুর গ্রাম পঞ্চায়েতের মহারাজপুর এবং কাঞ্চনটারের শতাধিক পরিবার। এই লকডাউনে কর্মহীন হয়ে পড়া এই সকল পরিবারগুলি বিভিন্ন দফতর ঘুরেছেন কিন্তু তাদের সমস্যার সমাধান হয়নি।
আরও পড়ুনঃ সাংবাদিকদের সুরক্ষার দাবি নিয়ে জেলাশাসকের দরবারে রোগী কল্যান সমিতির চেয়ারম্যান
তাই সোমবার প্রখর এই রোদের তাপকে উপেক্ষা করে প্রায় কুড়ি কিলোমিটার পায়ে হেঁটে মালদহ শহরে এসে বিধায়ক নিহার রঞ্জন ঘোষের দ্বারস্থ হন তারা। বিধায়ক নিহার রঞ্জন ঘোষ তাদের আশ্বাস দিয়েছেন আগামী একসপ্তাহের মধ্যে সমস্যার সমাধান করে দেওয়ার ব্যবস্থা করবেন। পাশাপাশি বাড়ি ফেরার জন্য তাদের গাড়ির ব্যবস্থা করে দেন বিধায়ক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584