নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
প্রজাতন্ত্র দিবসে কৃষক-পুলিশ সংঘাতের পর কৃষকদের আন্দোলনকে বন্ধ করতে সবরকম পথ অবলম্বন করেছে সরকার। এবার কৃষকদের সমর্থনে তৈরি প্রায় ১০০-র বেশি টুইটার অ্যাকাউন্টকে সাময়িক ভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিলো কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রক। সোমবার ১০০ টুইটার হ্যান্ডেল এবং কৃষক আন্দোলনের পক্ষে ১৫০-র বেশি টুইট আচমকা উধাও মাইক্রোব্লগিং সাইট থেকে।
টুইটার সূত্রে জানা গিয়েছে সংস্থার কর্তৃপক্ষকে আইটি আইনের ৬৯এ ধারায় এগুলি সরিয়ে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রক।
টুইটার কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার রাতে মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে, কৃষক আন্দোলনে শামিল হওয়ার পথে বাধা সৃষ্টি করতে দিল্লিগামী রাস্তায় পেরেক বসিয়ে, ট্রেনের রুট বদলে, ইন্টারনেট পরিষেবা বন্ধের মেয়াদ যাবতীয় প্রচেষ্টা চালাচ্ছে সরকার। পিছু হটতে নারাজ আন্দোলনকারী কৃষকরাও।
আরও পড়ুনঃ জ্বালানিতে কৃষি সেস, পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির দাবি ওড়াল কেন্দ্র
আগামী ৬ ফেব্রুয়ারি দেশজুড়ে ‘চাক্কাজ্যাম’ কর্মসূচির ডাক দিয়েছেন তাঁরা। টুইটার হ্যান্ডেল বন্ধ করা নিয়ে কর্তৃপক্ষের সাফাই, এগুলি বাক স্বাধীনতার পরিপন্থী, তাই এমন সিদ্ধান্ত। কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রক থেকে আইনি আবেদন পাওয়ার পরই এই সিদ্ধান্ত নিয়েছে টুইটার কর্তৃপক্ষ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584