নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
করোনা ভাইরাসের সংক্রমণের কারণে দেশজুড়ে সম্পূর্ণ লকডাউন জারি হয় মার্চ মাসে। কাজ হারান বিপুল সংখ্যক পরিযায়ী শ্রমিক। কর্মক্ষেত্র থেকে নিজের রাজ্যে ফিরতে চান তাঁরা স্বাভাবিকভাবেই। পায়ে হেঁটে বিভিন্ন রাজ্য থেকে নিজের রাজ্যে ফিরেছেন ১.০৬ কোটিরও বেশি পরিযায়ী শ্রমিক সংসদে জানালো সরকার।
সরকারের তথ্য অনুযায়ী ৮১,৩৮৫ টি দুর্ঘটনা ঘটেছে (জাতীয় সড়ক-সহ), মৃত্যু হয়েছে ২৯,৪১৫ জনের।কেন্দ্রীয় শ্রমমন্ত্রক জানায় , আলাদা ভাবে পরিযায়ী শ্রমিকদের দুর্ঘটনা ও মৃত্যুর পরিসংখ্যান তাদের কাছে নেই, কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর থেকে পাওয়া তথ্য অনুযায়ী যতটা জানা গেছে সেই তথ্য তারা জানালো।
আরও পড়ুনঃ বিরোধীশূন্য রাজ্যসভায় বিল পাশ, অত্যাবশ্যকীয় পণ্যের তালিকা থেকে বাদ চাল-আলু-পেঁয়াজ
শ্রমমন্ত্রক আরও জানায়, কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর পরিযায়ী শ্রমিকদের সম্পর্কে যথাযথ ব্যবস্থা নেওয়া জন্য সংশ্লিষ্ট রাজ্যগুলিকে সর্বদা নির্দেশ দিয়েছে। তাদের খাদ্য, বাসস্থান, চিকিৎসার যাবতীয় দায়িত্ব যাতে সংশ্লিষ্ট রাজ্যগুলি করে।
আরও পড়ুনঃ একবিংশ শতাব্দীর ভারতে এই কৃষি বিল অত্যন্ত প্রয়োজনঃ মোদী
২৯ এপ্রিল সরকার জানায় পরিযায়ী শ্রমিকরা নিজের রাজ্যে ফিরতে পারবেন, সেই অনুযায়ী ১ মে থেকে বিভিন্ন বাস ও শ্রমিক স্পেশাল ট্রেনে শ্রমিকদের নিজের রাজ্যে ফিরিয়ে দেওয়া হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584