আমেরিকায় ভয়াবহ আকার নিচ্ছে করোনা, তিনমাসে মৃত ১ লক্ষের বেশি মানুষ

0
44

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

করোনাভাইরাসের দাপটে নাজেহাল গোটা বিশ্ব। আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। করোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি আমেরিকায়। মাত্র তিন মাসের মধ্যে আমেরিকায় করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়ে গেল ১ লক্ষ। বিশ্বের অন্য কোনও দেশ এর ধারেকাছেও নেই। অথচ অসহায় ট্রাম্প প্রশাসন মৃতের সংখ্যা গোনা ছাড়া আর কিছুই করে উঠতে পারছে না।

corona death | newsfront.co
প্রতীকী চিত্র

তথাকথিত শক্তিধর দেশ আমেরিকায় স্বাস্থ্য পরিকাঠামো থেকে শুরু করে চিকিৎসা ব্যবস্থা সবকিছুই অনেক উন্নত। কিন্তু তা স্বত্ত্বেও আমেরিকার পক্ষে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকানো সম্ভব হচ্ছে না। তাই যত বড় দেশই হোক না কেন করোনার কাছে মাথা নত করতে হচ্ছে আমেরিকাকেও। হপকিনস বিশ্ববিদ্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল রাতেই মার্কিন যুক্তরাষ্ট্র মৃতের সংখ্যা ১ লক্ষ ছাড়িয়ে গিয়েছে।

আরও পড়ুনঃ ট্রাম্পের পোস্ট বিভ্রান্তিকর দাবি করে সতর্কবার্তা টুইটারের

আজ সকাল পর্যন্ত আমেরিকায় করোনায় মৃত্যু হয়েছে ১ লক্ষ ২ হাজার ১০৭ জনের। পাশাপাশি এখনও প্রায় ১৮ হাজার মানুষের অবস্থা আশঙ্কাজনক। আমেরিকায় এখনও পর্যন্ত প্রায় সাড়ে ১৭ লক্ষ মানুষ করোনা সংক্রমিত হয়েছেন। প্রতি দশ লক্ষ জনসংখ্যায় ৫ হাজার ২৭৭ জনের শরীরে সংক্রমণ ধরা পরে।

প্রতি দশ লক্ষে মৃত্যু হয়েছে ৩০৯ জনের। মৃত্যুমিছিল সামলাতে হিমশিম খাচ্ছে প্রশাসন। কিছুতেই করোনাকে আয়ত্তে আনতে পারছে না আমেরিকা। এহেন পরিস্থিতির মধ্যেই বাড়ছে বেকারত্বের সংখ্যা। করোনা মোকাবিলায় চলছে লকডাউন। সংক্রমণ যত বাড়ছে ততই বেড়ে চলেছে লকডাউনের সময়সীমা। এই লকডাউনের জেরে বন্ধ রয়েছে স্কুল, কলেজ, অফিস-কাছারি সহ বিভিন্ন কর্মসংস্থান। দীর্ঘদিন বন্ধ থাকার কারণে কর্মহীন হয়ে পড়ছেন অনেকেই। ফলে বাড়ছে বেকারত্বও।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here