নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
করোনা ভাইরাসের দাপটে নাজেহাল জনজীবন। ক্রমশ বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। করোনাকালে খাদ্য সংকটের কারণে আফ্রিকা ও মধ্য প্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত কয়েকটি দেশে ১০ লাখেরও বেশি শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগবে।

যার ফলে শিশুদের উচ্চতা ও ওজন কমে যাবে। ক্ষতিগ্রস্ত হবে মাংসপেশি। আর পাঁচ বছরের নিচের শিশুদের জন্য এই অপুষ্টিই হবে মৃত্যুর প্রধান কারণ। বুধবার এক সংবাদ বিবৃতিতে জাতিসংঘের শিশু বিষয়ক তহবিল ইউনিসেফ এই তথ্য জানিয়েছে।
আরও পড়ুনঃ আরব দেশগুলিতে বেকারত্ব- দারিদ্র্যের হার ক্রমবর্ধমান, দাবি জাতিসংঘের রিপোর্টে
তারা বলছে, শিশুদের অস্তিত্ব রক্ষা এবং উন্নতির জন্য পুষ্টির প্রয়োজন অপরিসীম। তবে খাদ্যাভাবে ২০২১ সালে আফ্রিকার দেশ কঙ্গো, উত্তর নাইজেরিয়া, সেন্ট্রাল সাহেল ও দক্ষিণ সুদান এবং ইয়েমেনের ১০ লাখেরও বেশি শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগবে।
সংস্থাটির দেওয়া তথ্য বলছে, বেশ কয়েক বছর ধরে মানবিক সংকটের মধ্যে দিয়ে যাওয়া এসব দেশে করোনা মহামারি জনজীবনে মারাত্মকভাবে প্রভাব ফেলেছে। ফলে ক্রমশ দুর্ভিক্ষের দিকে অগ্রসর হচ্ছে উন্নয়নশীল এই দেশগুলি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584