নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
ফিজিতে জন্ম হলো নতুন বছরের প্রথম শিশুর। সারা বিশ্বে প্রায় ৩ লাখ ৭১ হাজার ৫০৪ নবজাতক জন্ম নিয়েছে নতুন দশক শুরুর প্রথম দিনে। জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ) জানিয়েছে, বছরের প্রথম দিনে জন্ম নেওয়া শিশুদের মধ্যে অর্ধেকেরও বেশির জন্ম হয়েছে বিশ্বের ১০টি দেশে।
তালিকার শীর্ষে রয়েছে ভারত (৫৯,৯৯৫), বাংলাদেশ (৯,২৩৬), চীন (৩৫,৬১৫), নাইজেরিয়া (২১,৪৩৯), পাকিস্তান (১৪,১৬১), ইন্দোনেশিয়া (১২,৩৩৬), ইথিওপিয়া (১২,০০৬), যুক্তরাষ্ট্র (১০,৩১২), মিসর (৯,৪৫৫) ও গণপ্রজাতন্ত্রী কঙ্গো (৮,৬৪০)।
ইউনিসেফ মনে করছে, ২০২১ সালে সারা বিশ্বে প্রায় ১৪ কোটি নবজাতকের জন্ম হবে এবং তাদের গড় আয়ু হবে ৮৪ বছর।
আরও পড়ুনঃ পাকিস্তানে মৌলবাদী হানায় ভাঙা মন্দির পুনঃনির্মাণ হবে সরকারি খরচে
ইউনিসেফের এক্সিকিউটিভ ডিরেক্টর হেনরিয়েটা ফোর গতকাল বলেছেন, ‘আজ জন্ম নেওয়া শিশুটি এক বছর আগের চেয়ে একেবারেই ভিন্ন এক বিশ্বে প্রবেশ করল। সে বিশ্বে আবারও কল্পনা করার একটি নতুন সুযোগ নিয়ে এল এই নববর্ষ। আজ জন্ম নেওয়া শিশুদের এক নতুন পৃথিবী দিতে চাই আমরা। সেই লক্ষ্যেই প্রতিনিয়ত কাজ চালিয়ে যাচ্ছি আমরা। আরও স্বাস্থ্যকর, আরও নিরাপদ বিশ্ব আমরা তাদের দিতে চাই।“
আরও পড়ুনঃ ইউরোপীয় থাকতে ফ্রান্সের নাগরিকত্ব চান বরিস জনসনের বাবা
২০২১ সাল ইউনিসেফের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। বছরজুড়ে ইউনিসেফ ও তার সহযোগী সংগঠনগুলি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তা উদ্যাপন করবে।
হেনরিয়েটা ফোর বলেন, ‘আজ বিশ্ব অতিমারী, অর্থনৈতিক মন্দা, ক্রমবর্ধমান দারিদ্র্য এবং বৈষম্যের মধ্য দিয়ে যাচ্ছে। ইউনিসেফ আগের মতোই কাজ করে চলেছে এগুলি থেকে শিশুদের রক্ষা করতে। ইউনিসেফ গত ৭৫ বছর ধরে বাস্তুচ্যুতি, প্রাকৃতিক দুর্যোগ ও নানা সংকটের মধ্যে বিশ্বের শিশুদের জন্য কাজ করে যাচ্ছে। নতুন বছরের সঙ্গে সঙ্গে শিশুদের সুরক্ষা, তাদের অধিকারের পক্ষে কথা বলা এবং তারা যেখানেই থাকুক না কেন, তাদের কণ্ঠস্বর যেন শুনতে পাওয়া যায়, এজন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ।“
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584