সমর্পিতা বন্দোপাধ্যায়, ওয়েবডেস্কঃ
দিনের পর দিন পৃথিবীর বেশিরভাগ দেশে যে হরে বৃদ্ধি পাচ্ছে এই করোনা সংক্রমণ তাতে সবারই প্রাণ সংশয়ে। করোনা সংক্রমণের হার ব্যাপকহারে বেড়েছে রাশিয়ায়। ইতিমধ্যে ইতালি-ব্রিটেনকে পেছনে ফেলেছে দেশটি সামনের সারিতে রাশিয়া। রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২ লাখ ২১ হাজার ৩৪৪ জন। এ তথ্য জানিয়েছে ওয়ার্ল্ডোমিটারের।
গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৬৫৬ জন। দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে ২০০৯ বেশি জনের। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে প্রায় ১০০ জনের মতো। তবে সুস্থ হয়েছেন ৩৯ হাজার ৮০১ জন।
আরও পড়ুনঃ ব্রেকিং নিউজঃকরোনার গ্ৰাসে আমেরিকা,মৃত ৮০ হাজারের বেশি
অর্ধেকেরও বেশি সংক্রমণ ছড়িয়েছে রাশিয়ার রাজধানী মস্কোতে। ইতিমধ্যেই মস্কোকে রাশিয়ায় করোনার এপিসেন্টার বলা হয়েছে। রবিবার থেকে সোমবারের মধ্যে মস্কোতে কোভিড সংক্রমণের শিকার হয়েছেন ৬১৬৯ জন। মস্কোতে আক্রান্তের সংখ্যা মোট ১ লাখ ১৫ হাজার ৯০৯।
করোনায় বিশ্বে মারা গেছে এখনো অবধি প্রায় ৩ লাখের কাছাকাছি এবং আক্রান্তের সংখ্যা ৪২ লাখ ৫৪ হাজার ৮০০ জন। অপরদিকে ১৫ লাখ ২৭ হাজার ১৪৪ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584