নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
দিল্লিতে রেললাইনের ধারের ৪৮ হাজার ঝুপড়ি উচ্ছেদ হলে ছাদ হারাবেন প্রায় ২.৪ লক্ষ বাসিন্দা, প্রতিবাদে মামলা দায়ের হল সুপ্রিম কোর্টে। একে মহামারি তার মধ্যে উচ্ছেদের ভয়, ১৬ জন ঝুপড়িবাসী সর্বোচ্চ আদালতে আবেদন করেছেন দিল্লি আরবান শেল্টার ইম্প্রুভমেন্ট ট্রাস্টকে জেজে ক্লাস্টার পরিদর্শন করে সেখানে ঝুপড়িবাসীদের পুনর্বাসনের ব্যবস্থা করার জন্য।

কংগ্রেস নেতা অজয় মাকেন, এই উচ্ছেদের অর্ডারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেলেন। তাঁর আবেদন পূর্নবাসনের ব্যবস্থা না করে ২.৪ লক্ষ মানুষকে গৃহহীন করতে পারেনা সরকার। যদিও দিল্লি আরবান শেলটার ইম্প্রুভমেন্ট ট্রাস্ট জানিয়েছে ১৯৬টি জেজে ক্লাস্টার সম্পূর্ণ তৈরি না হলে সেখানে পুনর্বাসন সম্ভব নয়।
আরও পড়ুনঃ প্রকাশিত হল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল, ২৪ জন পরিক্ষার্থী পেল ১০০ শতাংশ নম্বর
আবেদনকারীদের পক্ষ থেকে আরও বলা হয়েছে, তাঁরা সকলেই ঝুপড়ির কাছাকাছি বাজার বা কারখানাগুলোতে কাজ করেন, উচ্ছেদের ফলে স্বাভাবিক ভাবেই কাজ হারাবেন তাঁরা, এই সময়ে সেই কাজ চলে গেলে জীবন ধারণই সমস্যা হয়ে যাবে তাঁদের।
আরও পড়ুনঃ কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে বড়সড় পরিবর্তন,পদ খোয়ালেন গুলাম নবি আজাদ
আবেদনকারীদের মধ্যে বিপুল ক্ষোভ জমা হয়েছে অর্ডারের সময় শুনানিতে তাঁদের অংশগ্রহণ করার সুযোগও দেওয়া হয়নি। ২০১৬ সালে রেলওয়ে বোর্ড তাঁদের জানিয়েছিল কোনো ভাবেই পুনর্বাসন ছাড়া তাঁদের উচ্ছেদ করা হবে না, রেলওয়ে বোর্ড এবং দিল্লি আরবান শেল্টার ইম্প্রুভমেন্ট ট্রাস্ট জয়েন্ট নোটিস দিয়ে তাঁদের উচ্ছেদের কথা জানাতে বাধ্য থাকবে।
ঝুপড়ি উচ্ছেদের যে একতরফা অর্ডার সুপ্রিম কোর্ট দিয়েছে তার ফলে এই সব সুযোগ থেকে তাদের বঞ্ছিত করা হল বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584