খারাপ খেললে টুর্নামেন্টের মাঝপথে মরগ্যানকে অধিনায়কত্ব দেবে নাইটরা বললেন গাভাসকার

0
109

নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ

গত বারের আইপিএলে প্লে অফে পৌঁছতে না পারার জন্য এই আইপিএলেই কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক থেকে দীনেশ কার্তিককে সরিয়ে দেওয়ার কথা হয়েছিল। কিন্তু সেটা হয়নি।

DK and Morgan | newsfront.co

তবে কেকেআর এবার খারাপ ফল করলে কার্তিককে টুর্নামেন্টের মাঝখান থেকেও সরিয়ে দেওয়া হতে পারে এমনটাই বলছেন সুনীল গাভাসকার।

Sunil Gavaskar | newsfront.co

একটি সাক্ষাৎকারে তিনি বলেন, “কলকাতার আগ্রাসী ব্যাটিং লাইন আপ রয়েছে। আর তাতে ইয়ন মরগ্যান যুক্ত হওয়ায় মিডল অর্ডারও আরও শক্তিশালী আর অভিজ্ঞ হয়ে উঠেছে। তাঁর সঙ্গে ও অধিনায়কত্বও করতে পারে। বিশ্বকাপ জিতিয়েছে ইংল্যান্ডকে কঠিন মুহূর্তে চাপ সামলানোর ক্ষমতা আছে।

আরও পড়ুনঃ আইপিএলে অনিশ্চিত অশ্বিন

যদি প্রথম চার- পাঁচ ম্যাচ অধিনায়ক হিসেবে কার্তিক ভালো না করে তাহলে মরগ্যানকে অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে। আমার মনে হয়ও ভালোই করবে। আর কেকেআরের হয় তো তেমন পরিকল্পনা আছে তাই ওকে দলে নেওয়া।“

আরও পড়ুনঃ করোনা মুক্ত হয়ে চেন্নাই অনুশীলনে ঋতুরাজ

প্রসঙ্গত টুর্নামেন্টের মাঝপথে অধিনায়ক এখনও অবধি কোনো আইপিএলে করে নি নাইটরা এখন দেখার গাভাসকার এর কথা মেনে এবার সেটা করে কিনা টিম শাহরুখ!

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here