নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
সানরাইজার্স হায়দ্রাবাদ বিরুদ্ধে লাকি ফার্গুসন কামাল করে দিয়েছেন। কিন্তু বাকি দিন গুলো কি হবে! আর অবশ্যই সুনীল নারিনকে বোলিং করতে ক্লিন চিট দেওয়া হলেও কেন তাকে দলে নেওয়া হয় নি তবে কি বাদ নারিন!
কিংস ইলেভেন পঞ্জাব ম্যাচে দুই অন-ফিল্ড আম্পায়ার ক্যারিবিয়ান স্পিনারের বোলিং অ্যাকশন নিয়ে যে রিপোর্ট করেছিলে। এরপর দু’টি ম্যাচে নাইটদের প্রথম একাদশে ছিলেন না ক্যারিবিয়ান স্পিনার।
আরও পড়ুনঃ আইপিএলে নামার আশা কার্যত শেষ ব্র্যাভোর
কিন্তু আইপিএলের বোলিং অ্যাকশন কমিটি সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে নারিনের বোলিং নিয়ে মূল্যায়ণ করেছে এবং তার রিপোর্টে ক্লিনচিট পেয়েছেন। সানরাইজার্স ম্যাচেই তার নামার কথা ছিল।
কেন খেললেন না নারিন? এই আইপিএলে কি নামবেন! না ভালো পারফরমেন্স দেখাতে পারেন নি বলে এবার ব্রাত্য থেকে যাবেন!
আরও পড়ুনঃ কেকেআর-হায়দ্রাবাদ ম্যাচ ঘিরে আলোচনার কেন্দ্রে আম্পায়ার
এই সব প্রশ্নের উত্তরে সাংবাদিকদের নাইট অধিনায়ক ইয়ন মর্গ্যান জানালেন, ‘নারিন হায়দ্রাবাদ ম্যাচে খেলার জন্য পুরোপুরি ফিট ছিলেন না। তাই ম্যানেজমেন্ট তাঁকে নিয়ে অযথা কোনও তাড়াহুড়ো করতে চায়নি। তবে ও দ্রুত উন্নতি করছে নিশ্চই ওকে নিয়ে চিন্তা করবে দল।
১০০ শতাংশ সুস্থ নয় তাই আমরা অযথা ঝুঁকি নিতে চাইনি। আমরা বাকি টুর্নামেন্টের জন্য ওকে পেতে চাই। আশা রাখি খুব শীঘ্রই আমরা ওকে দলে দেখতে পাব। ও দলের একটা স্তম্ভ।’ যদিও কেকেআর ম্যানেজমেন্ট সূত্রে খবর নারিনকে পরের ম্যাচ থেকে নাও খেলানো হতে নাও পারে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584