সুদীপ পাল,বর্ধমানঃ
রাত্রে ঘুমাতে গিয়ে দেখা গেল মশারি টাঙানোর কোন ব্যবস্থা নেই।কি আর করা যায় মেডিকেল পড়ুয়া সোজা চলে গেলেন অ্যানটমি বিভাগে। সেখান থেকে হাড় নিয়ে এসে মশারি টাঙিয়ে ঘুমানো হল। বর্ধমান মেডিকেল কলেজের পড়ুয়া কৌসর শেখ-এর এই কান্ডে অবাক হচ্ছেন সবাই। বর্ধমান মেডিকেল কলেজের ফাইনাল ইয়ারের ছাত্র কৌসর।মশার উৎপাত থেকে বাঁচতে মশারি টাঙাতে গিয়ে এই কান্ড করেছেন।বিষয়টি তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সেখানে লেখেন, “যখন আপনি মশারি টাঙাতে বাধ্য কিন্তু হস্টেলে দড়ি নেই। যার হাড় সে না জানি কী ভাবছে এসব দেখে।”
আরও পড়ুনঃ সরস্বতী পুজোর উদ্বোধনে মশারি বিতরণ
তবে কি হস্টেলে উপযুক্ত পরিকাঠামোর অভাব আছে? এবিষয়ে কৌসর বলছেন হস্টেল কর্তৃপক্ষের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই।ঘটনাটি কলেজ কর্তৃপক্ষের তরফে স্বাস্থ্যভবনে জানানো হয়েছে।তবে নেটদুনিয়া ভাইরাল ছবি নিয়ে একদিকে বিতর্ক তুঙ্গে অন্যদিকে সামগ্রিক অব্যবস্থা নিয়ে সরব নেটিজেনরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584