ডোকরার টানে মস্কোর শিক্ষিকা দ্বারিয়াপুরে

0
151

সুদীপ পাল,বর্ধমানঃ

পূর্ব বর্ধমানের আউশগ্রামের দ্বরিয়াপুরের ডোকরা শিল্পের খ্যাতি জগৎজোড়া।এ দেশের বিভিন্ন প্রান্ত থেকে যেমন মানুষ আসেন এখানে,তেমনই আসেন বিদেশ থেকেও।কেউ আসেন শিল্পকর্ম দেখতে,কেউ আসেন শিল্পের বর্তমান অবস্থার হাল হাকিকত জানতে অথবা কেউ আছেন একদম শিক্ষার্থী হিসেবেই।এমনই একজন শিল্পের ইতিহাস ও সৃষ্টিকার্য জানতে সুদূর রাশিয়ার মস্কো শহর থেকে দ্বরিয়াপুর গ্রামে এসেছেন।পেশায় শিক্ষিকা নাম আলোনা ডার্সকায়া।

Alona
ডোকরা শিল্পকর্ম হাতে আলোনা ডার্সকায়া।নিজস্ব চিত্র

দ্বারিয়াপুরের ডোকরা শিল্প দুশো বছরেরও বেশি সময়ের প্রাচীন। স্বভাবতই এত প্রাচীন একটি শিল্প, যে তার মান এবং বৈচিত্র্যে অনন্য হবে তা বলাই বাহুল্য।ডার্সকায়া এখানকার ডোকরা শিল্পের কাজগুলি দেখে রীতিমতো উচ্ছ্বাস প্রকাশ করছেন। কিভাবে আগুনের চুল্লিতে পিতল গলিয়ে, ছাঁচে ফেলে পরে তাতে নকশার কাজ করে এই শিল্পকর্ম ফুটিয়ে তোলা হয় সে সম্পর্কে বিস্তারিত ভাবে শুনছেন এখানকার বর্তমান শিল্পীদের কাছ থেকে৷ নিজের দেশে নিয়ে যাওয়ার জন্য শিল্পীদের কাছ থেকে বেশ কিছু সামগ্রী তিনি কিনেছেন। এখানকার শিল্পীদের আশা শিক্ষিকা আলোনার হাত ধরেই রাশিয়ায় দ্বারিয়াপুরের ডোকরা শিল্পের বাজার খুলে যাবে।

আরও পড়ুনঃ কালিয়াগঞ্জ কলেজের সুবর্ণজয়ন্তী বর্ষে বেদান্ত বিষয়ক সেমিনার

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here