হরিয়ানা ও তামিলনাড়ুতে করোনার টিকা অপচয় হয়েছে সবথেকে বেশি, বাংলায় যা ‘শূন্য’

0
60

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

করোনার টিকাকরণে ভারত অনেকটাই এগিয়ে থাকলেও পাশাপাশি নষ্টও হচ্ছে। এখনো পর্যন্ত সবথেকে বেশি পরিমাণ টিকা অপচয় হয়েছে তামিলনাডুতে, মোট টিকার ১২.৪% টিকা নষ্ট হয়েছে সেখানে। এর পরের স্থানই হরিয়ানার, সেখানে অপচয় হয়েছে ১০ শতাংশ,বিহারে অপচয়ের পরিমান ৮.১ শতাংশ।

প্রতীকী চিত্ৰ | newsfront.co
প্রতীকী চিত্ৰ

এছাড়া দিল্লিতে ৭ শতাংশ, অন্ধ্রপ্রদেশে ৭.৩ শতাংশ পাঞ্জাবে ৮ শতাংশ, অসমে ৭.৩ শতাংশ ও মণিপুরে ৭.২ শতাংশ টিকার অপচয় হয়েছে। তবে উল্লেখযোগ্য বিষয় হলো পশ্চিমবঙ্গে করোনা টিকার অপচয় একেবারে শূন্য।এছাড়া গোয়া, লাক্ষাদ্বীপ, কেরল, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জেও টিকার অপচয়ের পরিমাণ শূন্য।

আরও পড়ুনঃ ডবল ইঞ্জিনেও সামাল দেওয়া গেল না! ত্রিপুরার উপজাতি পরিষদের ভোটে ধাক্কা খেল ‘পদ্ম’ শিবির

একাধিক রাজ্য যেমন দিল্লি, পাঞ্জাবে এই মুহূর্তে টিকার পরিমান অপ্রতুল, তারা কেন্দ্রকে জরুরিভিত্তিতে যথেষ্ট পরিমাণ টিকা পাঠাতে বলেছে। এর মধ্যে মহারাষ্ট্রে কোভিড পরিস্থিতি সবথেকে খারাপ কিন্তু সরকার জানিয়েছে টিকার স্টক সেখানে শেষের মুখে। কয়েকদিন আগে মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে সাংবাদিক বৈঠক করে একথা জানিয়ে বলেন তাদের হয়তো ‘ভ্যাকসিন ড্রাইভ’ মাঝপথে বন্ধ করে দিতে হতে পারে যদি কেন্দ্র দ্রুত টিকা না পাঠায়।

কেন্দ্র যদিও বিপুল পরিমাণ টিকা অপচয়ের অভিযোগ তুলেছে মহারাষ্ট্রের বিরুদ্ধে।জাতীয় স্বাস্থ্য সংস্থার সিইও রাম শর্মা টিকার অপচয়ের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, ছোট টিকাকরণ কেন্দ্রগুলিকে বড় কেন্দ্র গুলির সাথে মার্জ করে দিয়ে এই সমস্যা সমাধানের কথা ভাবা হচ্ছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here