নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
লকডাউন কেবল সাধারণ মানুষের আর্থিক দিক পঙ্গু করে দেয়নি। বিশ্বের সব থেকে ধনী ক্রিকেট বোর্ড বিসিসিআই-র ধনকুবের ক্রিকেটারদেরও আর্থিক দিক নষ্ট করেছে। গত দশ মাস ধরে বেতন নেই টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের। অনিশ্চয়তায় ভুগছেন ক্রিকেটাররা। বোর্ডে সংশয়ের বাতাবরণ। কবে বেতন পাবেন সেটা কেউ জানেন না।
বিসিসিআই সূত্রের খবর, গত বছরের অক্টোবর থেকে বেতনহীন অবস্থায় দিন কাটাচ্ছেন বিরাট কোহলি রোহিত শর্মা-সহ বোর্ডের ২৭ জন চুক্তিভিত্তিক ক্রিকেটার।
সাধারণ ভাবে চারমাস অন্তর ক্রিকেটাররা বেতন পেয়ে থাকেন। সেই হিসাবে ডিসেম্বর থেকে জাতীয় ক্রিকেট দল যে দুটো টেস্ট, আটটা টি-২০ ও নটা ওডিআই ম্যাচ খেলেছে, সেই টাকা এখনও বকেয়া রয়ে গিয়েছে।
আরও পড়ুনঃ কেন্দ্রীয় ক্রীড়া পুরস্কারের বাছাই কমিটিতে সেহওয়াগ
মোট তিনটে ক্যাটাগরিতে চুক্তিবদ্ধ ক্রিকেটারদের বেতন দিতে বার্ষিক বিসিসিআইয়ের খরচ হয় ৯৯ কোটি টাকা। তবে করোনার কারন না অন্য কারন বিসিসিআই-র কাছে যা অর্থ আছে সেখানে লকডাউনের সময় ক্ষতির পরিমান সিন্ধুতে বিন্দু।
বিসিসিআইয়ের তরফে শেষবার ব্যালান্স শিট প্রকাশ করা হয়েছিল ২০১৮-র মার্চে। সেখানে বলা হয়েছে বোর্ডের নগদ ও ব্যাংক ব্যালেন্সের পরিমাণ ৫,৫২৬ কোটি টাকা। ফিক্সড ডিপোজিটের পরিমাণ ২,৯৯২ কোটি টাকা। ২০১৮-র এপ্রিলে বোর্ডের সঙ্গে স্টার টিভির সম্প্রচার স্বত্ব অনুযায়ী চুক্তির পরিমাণ ৬,১৩৮ কোটি টাকা।
আরও পড়ুনঃ ইস্টবেঙ্গলকে শুভেচ্ছা মোদীর
সৌরভরা বোর্ডে আসার পর থেকে বোর্ডের কোনো ফিনান্সিয়াল অফিসার নেই। গতমাস থেকে ফাঁকা হয়েছে জেনারেল ম্যানেজার এবং সিইও পোস্ট-ও।
বোর্ডের সংবিধান অনুযায়ী, সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এবং সচিব জয় শাহের মেয়াদ ফুরিয়েছে। সব মিলিয়ে বেশ টালমাটাল অবস্থায় বিসিসিআই। তবে তাঁদের কাজ করতে অনুমতি দিয়েছে সুপ্রিমকোর্ট তাও কেন বিসিসিআই সেটা গুছিয়ে উঠতে পারে নি সেটা বড় প্রশ্ন। প্রথম বারের মেয়াদে ক্রিকেটারদের বেতন না পাওয়া সৌরভের বোর্ডের কাছে বড় ধাক্কা বহুদিন পর শোনা গেলো ভারতীয় ক্রিকেটাররা মাইনে পাচ্ছেন না।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584