লকডাউনে আটকে থাকা ৯৬শতাংশ পরিযায়ী শ্রমিক পায়নি সরকারি রেশন, বলছে সমীক্ষা

0
48

ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ

কখনো গুজরাটের সুরাট তো কখনো মুম্বাইয়ের বান্দ্রা স্টেশন আবার কখনো খোদ রাজধানী দিল্লিতে। সারাদেশ জুড়ে অর্থহীন নিরন্ন আশ্রয়হীন শ্রমিকরা কেউ শহরে থেকে গেছেন তো কেউ হাঁটাপথে বাড়ির পথে রওনা দিয়ে দিচ্ছেন এক রাজ্য থেকে আর এক রাজ্যে।

workers | newsfront.co
গ্রাফিক্স চিত্র

অনেকে মাঝপথেই শিশু বাচ্চা-সহ পরিবার নিয়ে অসহায় হয়ে দাঁড়িয়ে রয়েছেন সাহায্যের অপেক্ষায়। করোনা আবহে লকডাউন ঘোষণা করায় দেশজুড়ে কার্যত এমনই বেহাল দশার মধ্যে পড়েছে পরিযায়ী শ্রমিকের দল।

আরও পড়ুনঃ ভিডিও কনফারেন্সের জন্য ‘জুম’ নিরাপদ নয়, সতর্কতা জারি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের

আর পরিযায়ী শ্রমিকদেরকে নিয়ে এবার এক চাঞ্চল্যকর তথ্য সামনে আনলো স্ট্যান্ডার্ড ওয়ার্কার্স অ্যাকশন নেটওয়ার্ক (Stranded Workers Action Network) সংক্ষেপে SWAN। এই স্বেচ্ছাসেবী সংস্থা জানাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে আটকে থাকা ৬৪০ শ্রমিকের দল (যার সংখ্যা প্রায় ১১,১৫৯ জন ) নানা ভাবে তাদের ৭৩ জন কর্মীর যোগাযোগ করেছে। বারবার আর্তি জানিয়েছে আর্থিক সাহায্যের অথবা খাবারের।

SWAN এর ওই রিপোর্টে জানানো হচ্ছে দেশের ৯৬ শতাংশ শ্রমিক এখন সরকার দেওয়া প্রতিশ্রুতি মত রেশন পায়নি। যাদের বেশির ভাগ শ্রমিক আটকে রয়েছে মহারাষ্ট্র,কর্ণাটক, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, দিল্লি, এবং হরিয়ানায়।

সংবাদ সংস্থা ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রে জানা গেছে, গত ২৭ সে মার্চ প্রথমবার লকডাউন ঘোষণার কয়েকদিন পর থেকেই দেশ জুড়ে বিভিন্ন শিক্ষানবিশ ও খাদ্য অধিকার কর্মীর কাছে সাহায্যের আর্তি জানায় দেশের নানা জায়গায় আটকে থাকা পরিযায়ী শ্রমিকের দল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here