নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
মাত্র ২৫ শতাংশ ভারতীয় তৃতীয় পর্যায়ের লকডাউনের নিয়ম নীতি সম্পর্কে সম্পূর্ণ অবগত। বাকিদের কেউ সম্পূর্ণ বিভ্রান্ত, কেউ কিছুটা জানে, কিছুটা আবার জানে না। মঙ্গলবার প্রকাশিত লোকাল সার্কেলস-এর এক সমীক্ষায় এমনটাই জানা যাচ্ছে।
পরপর তিন দফায় লকডাউনের ফলে প্রায় সমস্ত ক্ষেত্রে তালাবন্ধ অবস্থা দেশ জুড়ে। তবে কিছু কিছু ক্ষেত্রে ছাড় দিয়েছে সরকার, আবার কিছু কিছু ক্ষেত্রে এখনও নিষেধাজ্ঞা জারি আছে। এনিয়ে দোটানায় পড়েছে বহু মানুষ।
আরও পড়ুনঃ পিএমও দফতরে অসুস্থর পরিসংখ্যান দিয়ে চ্যালেঞ্জ ফ্রান্স হ্যাকারের
লোকাল সার্কেলস এর সমীক্ষা অনুযায়ী জানা গেছে, ৪ মে থেকে তৃতীয় দফায় যে লকডাউন শুরু হয়েছে তাতে স্থানীয় দোকানপাট,ই-কমার্স ও ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নিয়ম কানুন সম্পর্কে প্রায় ২৫ শতাংশ মানুষ পুরোপুরি বিভ্রান্ত। আবার ৩৪ শতাংশ বলছে তারা কিছু ক্ষেত্রে অনিশ্চিত। মাত্র ২৫ শতাংশ বলছে তারা লকডাউনের নিয়মকানুন সম্পর্কে পুরোপুরি নিশ্চিত। যেখানে আবার ১৫ শতাংশ মানুষ বিভ্রান্ত নন কিন্তু অল্প সন্দেহের মধ্যে আছেন।
১২৪১০ জনের উপর করা লোকাল সার্কেলস নামক কমিউনিটি সামাজিক মাধ্যমের করা এই সমীক্ষায় দেশব্যাপী লকডাউনের নিয়ম নীতি সম্পর্কে জনসাধারণের অবস্থান জানার ক্ষেত্রে নির্ভরযোগ্য বলেই মত সংশ্লিষ্ট মহলের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584