অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
মোতেরায় নতুন করে সংস্কার হওয়া স্টেডিয়ামের উদ্বোধন করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এই স্টেডিয়ামের নাম রাখা হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে। এবার থেকে এই স্টেডিয়ামকে বলা হবে নরেন্দ্র মোদী স্টেডিয়াম।
মোদী আগে গুজরাট ক্রিকেট সংস্থার সভাপতিও ছিলেন প্রথম কোনো জীবিত ব্যক্তির নামে ভারতে স্টেডিয়ামের নামকরণ হল। এর আগে দিল্লির ফিরোজ শাহ কোটলার নাম বদলে প্রয়াত কেদ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির স্টেডিয়াম করা হয়।
আরও পড়ুনঃ ইডেনে চন্ডীগড় ম্যাচে হার বাংলার
বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধন করলেন রাষ্ট্রপতি। কোবিন্দ এবং তাঁর স্ত্রী ভূমিপুজোতেও অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু। এছাড়াও ছিলেন প্রশাসন এবং ক্রীড়াজগতের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বও।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584