নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
বুধবার সাংবাদিক বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। ‘মাদার ডেয়ারি’র নাম বদলে ‘বাংলা ডেয়ারি’ করা হবে এমনটাই জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ”মাদার ডেয়ারিকে আমরা বাংলা ডেয়ারি করব। এ নিয়ে অনেকবার ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ডের (এনডিডিবি) আগে অনেকবার কথা বলেছি। মাদার ডেয়ারি বাংলার সংস্থা নয়। বাংলার গরুরা যখন দুধ দেয়। চাষিরা দুধ উৎপাদন করেন। তাহলে বাংলা ডেয়ারি নাম রাখা হবে না কেন?”
এদিনের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী আরও বলেন ”বাংলা ডেয়ারি বাংলার সঙ্গে সম্পর্কিত। এখন মাদার ডেয়ারি নামেই চালানো হচ্ছে। কিন্তু আর চালাব না। কিছুদিনের মধ্যেই নাম বদল করা হবে।” এ বিষয়ে মুখ্যসচিব এবং অন্যান্যদের সঙ্গে কথা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
আরও পড়ুনঃ ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির প্রবেশিকা পরীক্ষায় বসতে পারবেন মহিলারাও, রায় সুপ্রিম কোর্টের
এছাড়াও লোকাল ট্রেন চালানোর বিষয়েও মুখ্যমন্ত্রী বলেন, গ্রামাঞ্চলে বেশিরভাগ মানুষের টিকাকরণ হয়ে গেলেই চালানো হবে লোকাল ট্রেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584