নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
নজিরবিহীন ঘটনা ঘটলো জঙ্গলে। জলদাপাড়া জাতীয় উদ্যান থেকে বেরিয়ে গ্রামে গিয়ে শাবকের জন্ম দিল এক বিবাগী গন্ডার। বুধবার সকালে এঘটনায় জলদাপাড়া জাতীয় উদ্যান লাগোয়া সিধাবাড়ি গ্রামে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গেছে, জলদাপাড়া জাতীয় উদ্যানের শিশামারি জঙ্গল লাগোয়া গ্রাম সিধাবাড়ি। বুধবার সকাল সাতটা নাগাদ ওই গ্রামে নদীর বাঁধের কাছেই একটি শাবকের জন্ম দেয় মা গন্ডার। বাচ্চা জন্ম দেওয়ার পরেই মা অসুস্থ হয়ে পড়ে।
খবর পেয়ে তড়িঘড়ি জলদাপাড়া জাতীয় উদ্যান থেকে বনদপ্তরের বিশেষজ্ঞদের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। প্রথমে তারা গন্ডারের শাবকটিকে উদ্ধার করে নিয়ে যায় বন দফতর। এরপর অসুস্থ অবস্থায় পড়ে থাকা মা গণ্ডারকে ঘুমপাড়ানি গুলি করে কাবু করা হয়।
আরও পড়ুনঃ মা হয়েই হাসপাতালের বিছানায় বসেই পরীক্ষা রুকসানার
তারপর ঘটনাস্থলে শুরু হয় মা গন্ডারের চিকিৎসা। কিন্তু আশপাশে গ্রামবাসীদের ভীড়ে চিকিৎসা ব্যাহত হয় বলে জানা গেছে। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় বনদপ্তর।
ক্রেনে করে বিশাল আকার গন্ডারকে তুলে নিয়ে যাওয়া হয় জাতীয় উদ্যানের ভেতরে।
আপাতত শাবক ও মা দুজনেই সুস্থ আছে বলে জানিয়েছে বনদফতর। তাদের চিকিৎসা চলছে। তবে কি কারণে এইরকম ভাবে মা গন্ডার জঙ্গল ছেড়ে লোকালয়ে গিয়ে শাবকের জন্ম দিল তা খতিয়ে দেখছে বনদপ্তর।
জলদাপাড়া জাতীয় উদ্যান সূত্রে জানা গেছে গন্ডারটিকে প্রসব কালীন অবস্থায় নজর রাখছিল বনদপ্তর। কিন্তু বনদপ্তরের নজর এড়িয়ে বুধবার সকালে জঙ্গল ছেড়ে লোকালয়ে চলে যায় এই গন্ডারটি। সেখানে স্থানীয় বিদুর বিশ্বাস নামে এক ব্যক্তির জমিতে মা গন্ডারটি শাবকের জন্ম দেয়।
আরও পড়ুনঃ বয়স্কদের বিনামূল্যে দেখবে বৃদ্ধাশ্রম
শাবকটিকে তড়িঘড়ি উদ্ধার করতে পারলেও বিশাল আকার মা গঙ্গারকে উদ্ধার করতে বেগ পায় বনদফতর। মা গণ্ডারটিকে ঘুমপাড়ানি গুলি করে কাবু করে উদ্ধার করা হয়। জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ জানিয়েছে দুজনেরই চিকিৎসা চলছে। আপাতত চিকিৎসকরা দুইজনকেই পর্যবেক্ষণে রেখেছেন। আমরা আশা করছি দুইজনকে সুস্থ করে জঙ্গলে ফিরিয়ে দিতে পারব।
উল্লেখ্য, জলদাপাড়া জাতীয় উদ্যান লাগোয়া লোকালয়ে গিয়ে গন্ডারের শাবকের জন্ম দেওয়ার ঘটনা সম্প্রতি ঘটেনি বলেই জানিয়েছেন গ্রামবাসীরা। ঘটনায় এলাকায় ব্যাপক হুলুস্থুল তৈরি হয়। উল্লেখ্য রাজ্যে বর্তমানে গরুমারা ও জলদাপাড়া জাতীয় উদ্যান এই দুই গন্ডারের বিচরন ভুমি রয়েছে। জলদাপাড়াতে ৩০০ র বেশি গণ্ডার রয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584