নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
করোনাভাইরাসের দাপটে নাজেহাল জনজীবন। সংক্রমিত ও মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে। করোনা মোকাবিলায় দেশের বিভিন্ন জায়গায় টানা পাঁচ মাস ধরে লকডাউন চলছে। এখনও বন্ধ স্কুল, কলেজ, অফিস-কাছারি সহ বিভিন্ন কর্মসংস্থান। এহেন পরিস্থিতির মধ্যেই বহু মানুষ কাজ হারিয়েছেন।
তাই পেটের টানে বিভিন্ন অসমাজিক কাজে যুক্ত হয়ে পড়ছেন অনেকেই। কিছু টাকার জন্য নিজের সন্তানকে বিক্রি করতেও দ্বিধাবোধ করছে না মা-বাবা। এমনই এক ঘটনা ঘটল তেলেঙ্গানার হায়দরাবাদে। সেখানে ৪৫ হাজারে নিজের দু’মাসের ছেলেকেই বিক্রি করে দিল মা।
পুলিশ জানাচ্ছে, গতকাল ওই শিশুটির বাবা থানায় এসে অভিযোগ দায়ের করেন যে, তাঁর স্ত্রী অপর এক মহিলাকে ৪৫ হাজার টাকার বিনিময়ে তাঁদের সন্তানকে বিক্রি করে দিয়েছেণ। এরপর শুরু হয় খোঁজ। অবশেষে আজ বুধবার শিশুটির সন্ধান পায় পুলিশ এবং তাঁকে তার বাবার কাছে ফিরিয়ে দেওয়া হয়। এই ঘটনায় অভিযুক্ত শিশুটির মা সহ ৬ জনকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুনঃ মন্দিরে দুষ্কৃতী হানা রুখতে বেঙ্গালুরুতে মুসলিম যুবকদের মানবশৃঙ্খল
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত মায়ের নাম শেখ জোয়া। এক দালালের মাধ্যমেই এই কাজটি করা হয়েছে বলে জানতে পেরেছে পুলিশ। পুলিশ আরও জানায় যে, ওই মহিলার মাদকাসক্তি রয়েছে। ফলে তা নিয়ে পরিবারে অশান্তি লেগেই থাকত। সম্প্রতি ওই অশান্তির জেরে শিশুটির বাবা আবদুল মুজাহিদ গত ৩ অগাস্ট রাগ করে তাঁর পৈতৃক বাড়িতে চলে গিয়েছিলেন।
আরও পড়ুনঃ কতটা নিরাপদ রাশিয়ার ভ্যাকসিন? পরীক্ষা করার কথা বললেন এইমস ডিরেক্টর
এরপর ৮ অগাস্ট আবার তিনি ফিরেও আসেন। ফিরে এসে তিনি তাঁর সন্তানকে দেখতে না পেয়ে জিজ্ঞাসা করায়, তাঁর স্ত্রী শিশুটির বিক্রির খবর জানায়। এরপরই তড়িঘড়ি যে মহিলাকে শিশুটি বিক্রি করা হয়েছে তাঁর সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, শিশুটিকে আবার অন্য এক মহিলাকে তিনিও বিক্রি করে দিয়েছেন। পরে পুলিশী তৎপরতায় উদ্ধার করা হয় শিশুটিকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584