পাঁশকুড়ায় আয়োজিত অভূতপূর্ব মোটিভেশনাল সেমিনার

0
286

সুদীপ কুমার খাঁড়া,পূর্ব মেদিনীপুরঃ

ভবিষ‍্যৎ প্রজন্মকে সঠিক দিশা দেওয়ার লক্ষ্যে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় অনুষ্ঠিত হলো মোটিভেশনাল সেমিনার।ছাত্রছাত্রী তথা বর্তমান প্রজন্ম হচ্ছে দেশের ভবিষ্যৎ।তাদের হাতেই রয়েছে আগামী দিনের দেশগড়ার দায়িত্ব কিন্তু বর্তমান সময়ে প্রতিযোগিতার ইঁদুর দৌড় তথা ব‍্যক্তিকেন্দ্রিক সমাজ জীবনের প্রভাবে অনেকেই বিভ্রান্ত হচ্ছে।আবার অন্য দিকে লক্ষ্য করা যাচ্ছে,বর্তমানে টিনএজার ও সদ্য তরুণ হয়ে ওঠা প্রজন্মের একটা বড় অংশ আধুনিক প্রযুক্তিকে নেগেটিভ দিকে কাজে লাগিয়ে ফেসবুক, টুইটার,হোয়াটসঅ্যাপ,ইনস্টাগ্রাম প্রভৃতিতে ডুব দিচ্ছে।পড়াশুনায় অমনোযোগ, কেরিয়ার সম্পর্কে অসচেতনতা,সময়ের মূল্য না বোঝা,অসামাজিক কাজে লিপ্ত হওয়ার প্রবণতা,সস্তায় হিরো হওয়ার প্রবণতা প্রভৃতি গ্রাস করছে বহু তরুণ-তরুণীদের।।আবার পরীক্ষায় রেজাল্ট খারাপ বা মনের মতো কোন ঘটনা না ঘটলেই আত্মহত্যার প্রবণতাও দেখা দিচ্ছে এই সমস্ত বিষয়ের কুপ্রভাব এবং তাকে ওভারকাম করার পদ্ধতি সম্পর্কে ছেলেমেয়েদের মধ্যে সচেতনতা বৃদ্ধি,অপরিণত চিন্তা ভাবনা কে পরিনত ও দৃঢ় সংকল্প করার কৌশল শিক্ষা, প্রতিভার পূর্ণাঙ্গ বিকাশ ও সামাজিকীকরণের লক্ষ্যে মোটিভেশন ক‍্যাম্প গড়ে তুলতে এগিয়ে এলেন পাঁশকুড়ার রসায়ন বিদ‍্যার বিশিষ্ট শিক্ষক আলোক মাইতি।

আলোক বাবুর বিশেষ উদ্যোগে এবং আরো বিশিষ্ট কিছু শিক্ষানুরাগী মানুষের সহযোগিতায় এবং রসায়ন শিক্ষার প্রতিষ্ঠান কেমড্রর ব‍্যবস্থাপনায় একটি মোটিভেশনাল সেমিনার অনুষ্ঠিত হলো পাঁশকুড়ার রবীন্দ্র-নজরুল মঞ্চে।শুক্রবার পাঁশকুড়া ও আশেপাশের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী,শিক্ষক-শিক্ষিকা,অভিভাবক-অভিভাবিকাদের সামনে মোটিভেশনাল স্পীকার হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোটিভেশনাল স্পীকার ইন্দ্রজ‍্যাতি সেনগুপ্ত,মোটিভেশনাল স্পীকার তথা লেখক-গবেষক-শিক্ষক-কুইজ মাস্টার মৌসম মজুমদার, কবি সাহিত্যিক সুকেশ মন্ডল,শিক্ষক সুজন বেরা, শিক্ষক অমল মাইতি প্রমুখ।

ইন্দ্রজ‍্যোতি বাবুর তাঁর বক্তব্যে সহজসরল ছন্দবদ্ধ কথায় বুঝিয়ে দিলেন কঠোর পরিশ্রম ও সংগ্রাম কীভাবে জীবনে সাফল্য আনতে সাহায্য করে। বহু স্টেজ দাপানো মৌসমবাবু তাঁর সহজাত ভঙ্গিমায় মিশে গেলেন ছাত্র-ছাত্রীদের সাথে।মেটালেন ছাত্র-ছাত্রীদের নানা আবদার।আর গল্পের ছলে সহজ করে বুঝিয়ে দিলেন সফল জীবনে এগিয়ে চলার পথ।হাসির ছলে সুজনবাবু জীবনের মূল্য লক্ষ‍্যের কথা বোঝালেন শ্রোতাদের।সুকেশ বাবু ও অমলবাবু ছাত্র-ছাত্রীদের জীবনে চলার উপযোগী নানা পরামর্শ দেন।এদিন কেমড্রর তরফ থেকে কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।

প্রায় তিন শতাধিক শিক্ষার্থী এই সেমিনারে অংশ নেন।সেমিনার সুষ্ঠ ভাবে সম্পন্ন হওয়ায় সবাইকে ধন্যবাদ জানান আলোক মাইতি।এই ধরনের একটি সেমিনানে অংশ নিয়ে খুশি অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here