করোনার করাল ছায়ায় ভারতের পতাকা গায়ে জড়াল সুইজারল্যান্ডের ম্যাটারহর্ন পর্বত

0
195

মোহনা বিশ্বাস,ওয়েবডেস্কঃ

সুইজারল্যান্ডের ম্যাটারহর্ন পর্বতের গায়ে আলোকিত ভারতের তেরঙ্গা। জানান দিল ঐক্যতার। বিশ্বের এই দুঃসময়ে সুইজারল্যান্ডের বন্ধু হল ভারত। করোনা গ্রাস করেছে গোটা পৃথিবীকে। এই কঠিন সময়ে একজোট হয়ে করোনার বিরুদ্ধে লড়াই করা ছাড়া আর কোনও উপায় নেই।

Matterhorn | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

এই যুদ্ধে বিশ্বের সব দেশই পরস্পর পাশে দাঁড়াতে চায়। বর্তমানে সমগ্র পৃথিবীর একমাত্র শত্রু হল করোনা। আর ঠিক সেইজন্যই এই শত্রুকে যুদ্ধে পরাজিত করতে হলে এক হতে হবে বিশ্বকে। শুক্রবার রাতে ম্যাটারহর্ন শৃঙ্গের চূড়ায় এক অভিনব প্রদর্শনীর মাধ্যমে সেই বার্তাই দিল সুইজারল্যান্ড।

এটি মূলত সুইজারল্যান্ডের বিশিষ্ট আলোকশিল্পী জেরি হফস্টেটার-এর মস্তিষ্কপ্রসূত একগুচ্ছ আলোকসজ্জার একটি এই প্রয়াস। আলোর সাহায্যে এই প্রোজেকশন করা হয় ৮০০ মিটারের উচ্চতা পর্যন্ত। ভারত ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, স্পেন, ব্রিটেন, এবং জাপানের পতাকা স্থান পায় এই অভিনব প্রদর্শনীতে। এদিন অভূতপূর্ব এক মনোরম দৃশ্যের সাক্ষী থাকল বিশ্ববাসী।

সুইজারল্যান্ড এবং ইতালির সীমান্তে অবস্থিত ম্যাটারহর্ন পর্বতের এইরূপ দৃশ্যের ছবি টুইট করেন জেনেভাতে ভারতীয় দূতাবাসের অফিসার গুরলিন কউর। টুইটে তিনি লেখেন, “করোনা মোকাবিলায় ভারতের সঙ্গে রয়েছে সুইজারল্যান্ড। হিমালয় থেকে আল্পস পর্যন্ত বন্ধুত্ব। ধন্যবাদ।”

ভারতীয় দূতাবাসের এই টুইটের পরই ভাইরাল হয় ম্যাটারহর্ন পর্বতের এই ছবিটি। ইন্ডিয়া ইন সুইজারল্যান্ডের টুইট করা পোস্ট শেয়ার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “কোভিড-১৯-এর বিরুদ্ধে সারা বিশ্ব একসঙ্গে লড়ছে।” সুইজারল্যান্ডের এই আলোক প্রদর্শনী আবারও করোনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দিল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here