মোহনা বিশ্বাস,ওয়েবডেস্কঃ
সুইজারল্যান্ডের ম্যাটারহর্ন পর্বতের গায়ে আলোকিত ভারতের তেরঙ্গা। জানান দিল ঐক্যতার। বিশ্বের এই দুঃসময়ে সুইজারল্যান্ডের বন্ধু হল ভারত। করোনা গ্রাস করেছে গোটা পৃথিবীকে। এই কঠিন সময়ে একজোট হয়ে করোনার বিরুদ্ধে লড়াই করা ছাড়া আর কোনও উপায় নেই।
এই যুদ্ধে বিশ্বের সব দেশই পরস্পর পাশে দাঁড়াতে চায়। বর্তমানে সমগ্র পৃথিবীর একমাত্র শত্রু হল করোনা। আর ঠিক সেইজন্যই এই শত্রুকে যুদ্ধে পরাজিত করতে হলে এক হতে হবে বিশ্বকে। শুক্রবার রাতে ম্যাটারহর্ন শৃঙ্গের চূড়ায় এক অভিনব প্রদর্শনীর মাধ্যমে সেই বার্তাই দিল সুইজারল্যান্ড।
Switzerland expresses solidarity with India in its fight against #COVID19. Swiss mountain of #Matterhorn lit in tricolour. Friendship from Himalayas to Alps 🇮🇳🏔🇨🇭
Thank you @zermatt_tourism#Together_against_Corona @IndiainSwiss @MEAIndia @IndiaUNGeneva pic.twitter.com/O84dBkPfti— Gurleen Kaur (@gurleenmalik) April 18, 2020
এটি মূলত সুইজারল্যান্ডের বিশিষ্ট আলোকশিল্পী জেরি হফস্টেটার-এর মস্তিষ্কপ্রসূত একগুচ্ছ আলোকসজ্জার একটি এই প্রয়াস। আলোর সাহায্যে এই প্রোজেকশন করা হয় ৮০০ মিটারের উচ্চতা পর্যন্ত। ভারত ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, স্পেন, ব্রিটেন, এবং জাপানের পতাকা স্থান পায় এই অভিনব প্রদর্শনীতে। এদিন অভূতপূর্ব এক মনোরম দৃশ্যের সাক্ষী থাকল বিশ্ববাসী।
INDIAN TRICOLOR ON THE MATTERHORN MOUNTAIN: Indian Tricolor of more than 1000 meters in size projected on Matterhorn Mountain, Zermatt, Switzerland to express Solidarity to all Indians in the fight against COVID 19. A big Thank You to @zermatt_tourism for the gesture. @MEAIndia pic.twitter.com/y4diNDSlT9
— India in Switzerland, The Holy See & Liechtenstein (@IndiainSwiss) April 17, 2020
সুইজারল্যান্ড এবং ইতালির সীমান্তে অবস্থিত ম্যাটারহর্ন পর্বতের এইরূপ দৃশ্যের ছবি টুইট করেন জেনেভাতে ভারতীয় দূতাবাসের অফিসার গুরলিন কউর। টুইটে তিনি লেখেন, “করোনা মোকাবিলায় ভারতের সঙ্গে রয়েছে সুইজারল্যান্ড। হিমালয় থেকে আল্পস পর্যন্ত বন্ধুত্ব। ধন্যবাদ।”
The world is fighting COVID-19 together.
Humanity will surely overcome this pandemic. https://t.co/7Kgwp1TU6A
— Narendra Modi (@narendramodi) April 18, 2020
ভারতীয় দূতাবাসের এই টুইটের পরই ভাইরাল হয় ম্যাটারহর্ন পর্বতের এই ছবিটি। ইন্ডিয়া ইন সুইজারল্যান্ডের টুইট করা পোস্ট শেয়ার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “কোভিড-১৯-এর বিরুদ্ধে সারা বিশ্ব একসঙ্গে লড়ছে।” সুইজারল্যান্ডের এই আলোক প্রদর্শনী আবারও করোনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দিল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584