অবশেষে পিনকন মামলায় আদালতে আত্মসমর্পণ অভিযুক্ত মৌসুমির

0
89

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

গত ৩ অক্টোবর পিনকন অর্থলগ্নী সংস্থার কর্ণধার মনোরঞ্জন রায় সহ ৮ জনকে যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দিয়েছিলেন পূর্ব মেদিনীপুর জেলা ও দায়রা আদালতের বিচারক। তবে তার আগেই গা ঢাকা দিয়েছিলেন মনোরঞ্জন রায়ের স্ত্রী মৌসুমি রায়।

mousumi | newsfront.co
নিজস্ব চিত্র

যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের তালিকায় ছিল তার নামও,অবশেষে চাপে পড়ে মঙ্গলবার সকাল নাগাদ তমলুকের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক থার্ড কোর্ট সঞ্জীব দে’র এজলাসে এসে আত্মসমর্পণ করেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মনোরঞ্জন রায়ের স্ত্রী মৌসুমি রায়। তবে আদালতে এসে বিচারকের কাছে তিনি দাবী করেন, করোনা পজিটিভ রয়েছে তার।

আরও পড়ুনঃ গরুপাচারকাণ্ডে সিবিআইয়ের হাতে প্রথম গ্রেফতার বিএসএফ কমান্ডান্ট সতীশ কুমার

তাকে ক্ষমা প্রদর্শন করতে আবেদন করেন মৌসুমি রায়। এর সমর্থনে এইদিন উড়িষ্যার রায়গঞ্জ জেলার একটি প্রত্যন্ত এলাকার মেডিকেল রিপোর্ট আদালতে জমা করেন মৌসুমী,মামলার সরকারি কৌসুলি সৌমেন দত্ত মৌসুমি রায়ের দাবীকে নস্যাৎ করে জানান, উনি তো কলকাতায় থাকতেন। সেখান থেকে এই রাজ্যে করোনা টেস্ট না করে উড়িষ্যার প্রত্যন্ত এলাকায় গেলেন কিভাবে? সেখানে যদি করোনা পজিটিভ হন তাহলে কিভাবে তিনি এই রাজ্যে এলেন? আদালতেই বা পিপিই কিট না পরেই তিনি এলেন কিভাবে?আইনজীবীদের বক্তব্য শোনার পর বিচারক এই মামলার শুনানিতে মৌসুমি রায়কে প্রত্যাশা মতোই দোষী সাব্যস্ত করেন।

তবে মৌসুমি রায় যেহেতু নিজেকে কোভিড পজিটিভ বলে দাবী করেছেন তাই তাকে আপাতত অবজার্ভে রাখতে বলেছেন। স্থানীয় সরকারী হাসপাতালে তার কোভিড টেস্ট করা হবে। সেই রিপোর্ট হাতে আসার পরেই মামলার রায়দান করা হবে বলে সরকারী কৌসুলিরা জানিয়েছেন।

আরও পড়ুনঃ দলনেত্রীর প্রতি অনাস্থা প্রকাশ করে ফেসবুকে পোস্ট তৃণমূল বিধায়ক মিহির গোস্বামীর

প্রসঙ্গত, পিনকন অর্থলগ্নী সংস্থায় টাকা ফেরৎ না পেয়ে পূর্ব মেদিনীপুরের খেজুরি থানায় ২০১৭ সালে একটি মামলা রুজু হয়। সেই মামলার সূত্র ধরেই ওই বছরের নভেম্বর মাসে রাজস্থান থেকে পিনকনের অন্যতম ডিরেক্টর মনোরঞ্জন রায় সহ কয়েকজনকে গ্রেফতার করে ডিরেক্টর অফ ইকোনমিক অফেন্স বা ডিইও-এর আধিকারিকরা। একে একে মনোরঞ্জনের স্ত্রী সহ ২০ জন ডিরেক্টরকে গ্রেফতার করা হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here