বদরুল আলম, গোঘাট:গত মঙ্গলবার রাতে ট্রেনে বাড়ি ফেরার পথে আরামবাগ থেকে গোঘাটের মধ্যবর্তী স্থানে কলেজছাত্রী অতশ্রী নিখোঁজ হয় । ঘটনার রাতে পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করে । পরেরদিন সকালে রেললাইনের ধারে বাড়ির লোক ও প্রতিবেশীরা অতশ্রীর মৃতদেহ খুঁজে পান ।
সকলেরই ধারণা অতশ্রীকে খুন করা হয়েছে । তিনদিন কেটে যাওয়ার পরও পুলিশ কাউকেই গ্রেফতার করতে পারেনি । আজ বিকেলে কামারপুকুরে ছাত্রছাত্রী, সাধারণ মানুষ একজোট হয়ে অতশ্রীর জন্য মোমবাতি মিছিল করেন । তাঁদের দাবি অতশ্রীর খুনিদের গ্রেফতার, স্বচ্ছ নিরপেক্ষ ও দ্রুত তদন্ত ও শাস্তি।
উপস্থিত মহিলারা, অতশ্রীর বন্ধুরা, ঘরে বাইরে, পথে ঘাটে ট্রেনে বাসে মহিলাদের লাঞ্ছনার বিরুদ্ধে ক্ষোভ দেখিয়ে রাস্তা অবরোধ করেন । তারপর আন্দোলনকারীদের সই সংগ্রহ করে গোঘাট থানার গিয়ে স্মারকপত্র জমা দেন এবং তদন্তের আপডেট নেন ।
পুলিশ জানায় তারা তাদের মতো তদন্ত করছেন।
গ্রামের মানুষ, অসংখ্য ছাত্রছাত্রী পথে নামছেন ন্যায় বিচারের দাবিতে । আন্দোলনের রাস্তা তারা ছাড়বেন না । নারীদের নিরাপত্তার দাবি নিয়ে, অধিকারের দাবি নিয়ে ।
এক আন্দোলনকারী নিউজফ্রন্ট প্রতিবেদককে জানান যে, অতশ্রীর ন্যায় বিচারের দাবিতে তাদের এই আন্দোলন চলবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584