মজুরি বৃদ্ধির দাবিতে চা শ্রমিকদের নবজাগরণ যাত্রা

0
61

গীতাশ্রী মুখোপাধ্যায়, জলপাইগুড়িঃ

বিধানসভা ভোটের আগে চা বাগানের শ্রমিকদের জমির অধিকার ও ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলনে নামল উত্তরবঙ্গ চা শ্রমিক সংগঠন। সংগঠনের তরফে গত ৫ মার্চ থেকে ১২ মার্চ পর্যন্ত ডুয়ার্সের বিভিন্ন চা বাগানে নবজাগরণ যাত্রা করা হচ্ছে। বুধবার সেই যাত্রা মেটেলি ব্লকে এসে পৌঁছায়।

nabajagaron yatra | newsfront.co
নবজাগরণ যাত্রা ৷ নিজস্ব চিত্র

এদিন বড়োদিঘি চা বাগানে সংগঠনের তরফে সভা ও শ্রমিক মহল্লায় মিছিল করা হয়। ৫ মার্চ কালচিনির বাঙ্গাবাড়ি চা বাগান থেকে যাত্রা শুরু হয়। ১২ মার্চ শিলিগুড়ি গিয়ে যাত্রার সমাপ্তি হবে। সংগঠনের সভাপতি ক্রিস্টান খেরিয়া জানান, কয়েক যুগ ধরে চা বাগানে শ্রমিকরা বসবাস করলেও এখনও তাঁরা জমির অধিকার পাননি।

আরও পড়ুনঃ ফালাকাটা বিধানসভায় জোড়াফুল পদ প্রার্থীর হয়ে প্রচার তৃণমূল স্তরের কর্মীদের

ন্যূনতম মজুরিও নেই। বিভিন্ন রাজনৈতিক দলগুলি চা বাগানের জনগনকে বোকা বানিয়ে শুধু ভোট নিচ্ছে। শ্রমিকদের জমির অধিকার ও ন্যূনতম মজুরি নিয়ে রাজনৈতিক দলগুলি কোনও কথা বলছে না। তাঁদের দাবির ভিত্তিতে আন্দোলন চলবে।

বিভিন্ন চা বাগানে গিয়ে জনগনকে তাঁদের অধিকারের বিষয়ে সচেতন করা হচ্ছে। এদিন মেটেলি ব্লকের বিভিন্ন চা বাগানে এই নবজাগরণ যাত্রা করা হবে।যাত্রায় সংগঠনের সম্পাদক যোগীতা ওরাওঁ সহ ২০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here