ভাষারডাবড়ীতে মদের দোকান, ক্ষুব্ধ স্থানীয়রা আন্দোলনে

0
54

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

আলিপুরদুয়ার জেলা জুড়ে মদের লাইসেন্স দেওয়ায় ক্ষুব্ধ সাধারন মানুষ।

movement of residents for alcohol shop | newsfront.co
আন্দোলন।নিজস্ব চিত্র

আলিপুরদুয়ারের ভাষারডাবড়ীতে ৩১ নং জাতীয় সড়কের পাশে একটি মদের দোকানের লাইসেন্স দেওয়ায় ক্ষুব্ধ এলাকার মানুষ।

movement of residents for alcohol shop  | newsfront.co
নিজস্ব চিত্র

মঙ্গলবার ওই এলাকায়, কয়েকশো মহিলা বিক্ষোভে সামিল হন। আলিপুরদুয়ার মানবিক মুখ নামের স্বেচ্ছাসেবী সংগঠন ওই আন্দোলনে মহিলাদের পাশে দাঁড়ায়।

movement of residents for alcohol shop 3 | newsfront.co
স্থানীয় বাসিন্দা।নিজস্ব চিত্র

স্থানীয় মহিলারা জানান,এলাকায় স্কুল রয়েছে।এ ভাবে মদের দোকানের লাইসেন্স দিয়ে এলাকা কলুষিত করছে। এটা আমরা হতে দেবনা।

Ratul Biswas | newsfront.co
রাতুল বিশ্বাস।নিজস্ব চিত্র

মানবিক মুখ সংগঠনের কর্নধার রাতুল বিশ্বাস জানান, আলিপুরদুয়ার জেলায় মদের দোকানের লাইসেন্স দিচ্ছে প্রশাসন।যত্রতত্র লাইসেন্স দেওয়া হচ্ছে। এটার আমরা ঘোর বিরোধী।

আরও পড়ুনঃ তৃণমূলের বিরুদ্ধে জাতপাতের রাজনীতি করার অভিযোগ জনের

আলিপুরদুয়ারে ৮ টি এলাকায় মদের দোকানের লাইসেন্স বাতিল করেছি। এবিষয়ে মন্ত্রীকে অভিযোগ জানাব। প্রয়োজনে আমরা ডুয়ার্স কন্যা অভিযানে নামব।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here