সুদীপ পাল,বর্ধমানঃ
ভোট মিটে যাওয়ার সপ্তাহ তিনেকের মাথায় অ্যালয় স্টিল প্লান্ট অর্থাৎ এএসপি নিয়ে নতুন করে শ্রমিক আন্দোলন শুরু হলো দুর্গাপুরে।
দীর্ঘদিন ধরে লোকসানে চলার কারণে ২০১৬ সালে এএসপির কৌশলগত বিলগ্নীকরণের সিদ্ধান্ত অনুমোদন করে ক্যাবিনেট কমিটি অন ইকনোমিক আর্ফেয়ারস। তারই প্রতিবাদে ২০১৭ সালের শুরু থেকে আন্দোলনে নামে বিভিন্ন শ্রমিক সংগঠন। ২০১৮ সালের নভেম্বর মাসে কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রী চৌধুরি বীরেন্দ্র সিংহ এসপি পরিদর্শন করে জানান, এএসপিকে ঘুরে দাঁড়াতে কি কি করা যায় তার রূপরেখা সংশ্লিষ্ট দপ্তরে জমা দিতে বলেছেন। গত ১৪ ফেব্রুয়ারি এর জন্য যে আগ্রহপত্র চাওয়া হয়েছিল তা নাকচ হয়ে যায়। ফের কৌশলগত বিলগ্নিকরণের প্রক্রিয়া শুরু হয়।
ভোটের প্রচারে বিভিন্ন রাজনৈতিক দল বিষয়টি নিয়ে সরব হয়েছিলেন।কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তৃণমূল,সিপিএম এবং নানা পক্ষের নেতারা অভিযোগ তুলেছিলেন।
তাদের অভিযোগ ছিল,কেন্দ্রীয় মন্ত্রী এসে ঘুরে দাঁড়ানোর কথা বলেছেন কিন্তু আগ্রহপত্র চাইলেও তা নাকচ হয়ে যাচ্ছে।কেন্দ্র শ্রমিকদের বিভ্রান্ত করছে বলে তাঁরা অভিযোগ তোলেন।
আরও পড়ুনঃ তৃণমূলের মহিলা পঞ্চায়েত প্রধানকে হেনস্তার অভিযোগ বিজেপির বিরুদ্ধে
নির্বাচনের ফল বেরোনোর পর এদিন ফের আন্দোলন শুরু করলো আইএনটিটিইউসি।
দলের নেতা অশোক কুন্ডু বলছেন,এএসপি নিলামের প্রস্তুতি শুরু হয়েছে বলে জানতে পেরেছি।সেই সিদ্ধান্ত রুখতে হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584