আজ থেকে খুললেও শুক্রবার থেকেই সিনেমা হল চালুর ইচ্ছে মালিকদের

0
71

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

করোনা মোকাবিলায় দেশজুড়ে চালু হয়েছিল লকডাউন। দীর্ঘদিন বন্ধ ছিল প্রেক্ষাগৃহ। এবার দীর্ঘ লকডাউন পর্ব অতিক্রম করে আজ, বৃহস্পতিবার থেকে খুলে যাচ্ছে পশ্চিমবঙ্গের সমস্ত সিনেমা হল ও মাল্টিপ্লেক্স। দুর্গা পুজোর আগেই মুক্তি পেতে চলেছে প্রায় ডজনখানেক বাংলা ছবি। বর্তমানে রাজ্যে প্রায় ২৫০টি সিনেমা হল ও কয়েক ডজন মাল্টিপ্লেক্স রয়েছে।

movie theater | newsfront.co
প্রতীকী চিত্র

ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন বা ইমপা-র সভাপতি পিয়া সেনগুপ্ত জানিয়েছেন, ‘বৃহস্পতিবার থেকে সিনেমা হল খুললেও নতুন ছবি মুক্তির জন্য অধিকাংশ হল মালিকই শুক্রবার থেকে হল খুলতে চাইছেন। ২১ অক্টোবর পুজোর মুখে অনেকগুলি নতুন বাংলা ছবি মুক্তি পেতে চলেছে। সমস্ত সরকারি বিধি-নিষেধ মেনে চলা হবে।’

গত ৩০ সেপ্টেম্বর এক বিবৃতি প্রকাশ করে মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় সরকারের নির্দেশে ১৫ অক্টোবর থেকে সিনেমা হল খোলার সিদ্ধান্তকে স্বাগত জানায়। বুধবার ইমপা সভাপতি জানান, “সিনেমা হলে মাস্ক ব্যবহার আবশ্যিক করা হয়েছে।

আরও পড়ুনঃ হিলি মোড়ে কুড়িয়ে পাওয়া মানিব্যাগ ফেরাল সিভিক ভলেন্টিয়ার

সেই সঙ্গে, প্রতিটি শোয়ের আগে হলগুলি সম্পূর্ণ জীবাণুমুক্ত করা হবে। টিকিট কাউন্টার খোলা হলেও অনলাইন টিকিট বুকিংয়ে জোর দেওয়া হচ্ছে। তবে করোনা স্বাস্থ্যবিধি মেনে হলের মাত্র ৫০ শতাংশ আসনই বুক করা যাবে।

প্রেক্ষাগৃহে প্রবেশের আগে দর্শকদের থার্মাল স্ক্রিনিংও করা হবে। রজ্যের কিছু সিনেমা হল মালিক অবশ্য মনে করছেন, প্রেক্ষাগৃহের ৫০ শতাংশ আসন ভর্তি হতেও বেশ সময় লাগবে। কোভিড পরিস্থিতিতে বদ্ধ স্থান এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। তাই এই সমস্যা দেখা দেবে বলে তাঁদের ধারণা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here