নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
আজ রবিবার বিকেল তিনটে নাগাদ ডোমকলের গঙ্গাদাস পাড়া থেকে পথযাত্রা শুরু করে জনকল্যাণ ময়দানে সভা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।অধীর বলেন, “রাজ্যে ক্ষমতায় কংগ্রেস আসলে প্রত্যেকের জন্য নূন্যতম অর্থ দেয়া হবে।”
এদিন অধীর আরও বলেন যে ডোমকলে ভোটারের অধিকার ক্ষুন্ন করেছেন মমতা। গত পুরসভা ভোটে কাউকে ডোমকলে ভোট দিতে দেয়নি।তিনি মুর্শিদাবাদে ঘরের টাকা না দিতে পারায় পিটিয়ে খুনের ঘটনা তুলে ধরেন এদিন।তিনি আরো বলেন যে, “কেন্দ্রের সরকারে এক লাট সাহেব আছেন, তিনি মাত্র চার ঘণ্টায় লক ডাউন শুরু করেছিলেন। তখন সাধারণ পরিযায়ী শ্রমিকরা অসহায় হয়ে পড়ে।
আরও পড়ুনঃ এগরায় কো-অপারেটিভ ব্যাঙ্কের সভায় ফের একই সুর শুভেন্দু’র গলায়
কিভাবে কি করে বাড়ি ফিরবেন,কেন্দ্র ও রাজ্য সরকার কোনো সাহায্য করেননি তখন।দেশ কে লুট করতে শুরু করেছেন কেন্দ্র সরকার। সব জিনিসের দাম আগুন, তাও কোনো প্রতিবাদ নেই মমতার।”এদিন নাগরিকত্ব ইস্যু নিয়ে সরব হন অধীর চৌধুরী। তিনি বলেন যে, আমি আমার বাবা মা সব বাংলাদেশী, তাহলে আমাকে আগে পাঠিয়ে দেখাক।
বহরমপুর সাংসদ এদিন বলেন, “রাজ্যে প্রথম বিজেপি নিয়ে এসেছেন মমতা, এখন তিনি আবার বলছেন বিজেপি খারাপ। তাহলে সাধারণ মানুষ তার জবাব দেবেন। মমতা প্রথম হিন্দু মুসলমান রাজনীতি শুরু করলেন,কোনো মুসলিম হিন্দু রা ভাতা চাইনি। আর আমরা মরে যাবো কিন্তু মসজিদের আজান চলতে থাকবে,আপনার টাকায় মসজিদ,মন্দির চলে না।
আরও পড়ুনঃ ‘জয় বাংলা’ পোস্টার হাতে গড়িয়াহাটে প্রতিবাদ কবীর সুমনের
আর যে টাকা দেন সেই টাকা হলো ওয়াকাফ বোর্ডের টাকা আর তিনি ঢাক পিটিয়ে প্রচার করছেন যে আমি টাকা দিচ্ছি।”রাণীনগর বিধান সভার বিধায়ক ফিরোজা বেগম বলেন যে, “আগামী দিনে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় কে নবান্ন থেকে টেনে নামিয়ে আনবো।”
এদিন উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, রাণীনগরের বিধায়ক ফিরোজা বেগম,জেলা মুখপাত্র জয়ন্ত দাস, জলঙ্গি ব্লক সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা,ডোমকল ব্লক সভাপতি রবিউল ইসলাম সহ আরো অনেকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584