শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
হাইকোর্টের নির্দেশ এবার সরাসরি প্রভাব ফেলল এমপি বিড়লার ২৫ হাজার কোটি টাকার সাম্রাজ্যে। সূত্রের খবর, শুক্রবার এক বিশেষ রায়ে এমপি বিড়লা গ্রুপ অফ কোম্পানিসের ট্রাস্টি ও সোসাইটির পরিচালক ও অন্যান্য পদ থেকে হর্ষবর্ধন লোধাকে অপসারণের নির্দেশ দেওযার পরে সোমবারই শেয়ার বাজারে এই কোম্পানির ৮.১৬ শতাংশেরও বেশি শেয়ারের দামের পতন হয়েছে।
প্রসঙ্গত, মাধব প্রসাদ বিড়লার (এমপি বিড়লা) স্ত্রীর প্রিয়ম্বদা বিড়লা-র করে যাওয়া একটি উইল নিয়ে এই আইনি লড়াই অনেকদিন ধরেই চলছিল। জানা গিয়েছে, ১৯৮২ সালে প্রিয়ম্বদা বিড়লা তাঁর চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট রাজেন্দ্র সিং লোধা ও তাঁর দ্বিতীয় পুত্র হর্ষবর্ধন লোধার নামে উইলটি করে যান।
আরও পড়ুনঃ স্বাস্থ্যবিধি মানতে গিয়ে ফলস বুকিংয়ে আর্থিক ক্ষতিতে মেট্রো, বাড়ানো হচ্ছে ই-পাসের সংখ্যা
কিন্তু উইলে তিনি ২৫ হাজার কোটি টাকা মূল্যের এমপি বিড়লা সাম্রাজ্যের সবটাই রাজেন্দ্র সিং লোধাকে হস্তান্তরের কথা বলে গিয়েছিলেন। কিন্তু গত ১৮ বছর এই উইল এবং এমপি বিড়লা গ্রুপের বিড়লা কর্পোরেশন ও অন্যান্য কোম্পানির মালিকানা নিয়ে আইনি লড়াই লড়ে যাচ্ছিল বিড়লা গ্রুপ অফ কোম্পানিজ।
আরও পড়ুনঃ কলকাতা পুলিশের দ্বারস্থ নুসরত
চলতি বছরের মে মাসে কলকাতা হাইকোর্টের দুই বিচারকের বিভাগীয় বেঞ্চ বিড়লার কিছু সংস্থায় হর্ষবর্ধন লোধাকে পরিচালক পদে পুনরায় নিয়োগের অনুমতি দিলেও বিড়লা পরিবার এই বিষয়টি নিয়ে চ্যালেঞ্জ জানালেও মামলাটি ফের হাইকোর্টে চলে আসে। তার পরই ওই রায় দেয় আদালত। তারপরেই ঘটল এই অভাবনীয় শেয়ারের দামের পতন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584