নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা টাউন থানার কাসন্ড গ্রামের মাদ্রাসার স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র সাব্বির খান তার ডান চোখে দেখতে পেত না। তার ডান চোখ দিয়ে সবসময় জল পড়ত এবং তা থেকে বিভিন্ন সমস্যা দেখা দেয়। যার ফলে সে তার ডান চোখে কিছুই দেখতে পেত না।
কিন্তু সে অতি দরিদ্র পরিবারের ছেলে, তাই তার পরিবারের লোকেরা সাব্বিরের চিকিৎসা করতে পাড়েনি। সাব্বিরের প্রতিবেশী সাহেব মল্লিক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সাব্বিরের চিকিৎসার জন্য লেখেন।ঘাটালের সাংসদ দীপক অধিকারী ওরফে দেব বিষয় টি জানার পর তার প্রতিনিধি কে দ্রুত ওই গ্রামে পাঠায়। দেবের প্রতিনিধি সাব্বিরের বাড়িতে গিয়ে তার বাবা-মায়ের সাথে কথা বলে আশ্বাস দেন যে দেব সাব্বিরের চিকিৎসা করাবে। তাই দেবের প্রতিনিধি তাকে নিয়ে গিয়ে চিকিৎসা করিয়ে সুস্থ করে বাড়ি পাঠাবে বলে জানায়।
প্রথমে অনিচ্ছা সত্ত্বেও দেবের কথা শুনে তারা সাব্বির কে কলকাতা পাঠাবে বলে দেবের প্রতিনিধি কে জানায়। সাংসদ দেব সব কিছু ঠিক করে কাসন্ড গ্রাম থেকে সাব্বির খান কে কলকাতায় নিয়ে যায়। সেখানে কয়েকদিন রেখে ডাক্তার দেখিয়ে তার চোখ অপারেশন করিয়ে তাকে সুস্থ করে তোলে। সাব্বিরের চিকিৎসা করতে খরচ হয়েছে ৭০ হাজার টাকা বলে সাব্বিরের পরিবার জানায়। সমস্ত খরচ বহন করেছে সাংসদ দেব।
আরও পড়ুনঃ প্রস্তাবিত মডেল স্টেশন রূপায়ণ করতে কাশিমবাজার স্টেশন পরিদর্শনে ডিআরএম
সুস্থ হয়ে মঙ্গলবার নিজের বাড়ি ফিরে আসে সাব্বির খান। বাড়ি ফিরে সে জানায় সে এখন সুস্থ এখন দুই চোখে দেখতে পায় এবার মন দিয়ে পড়াশোনা করবে। দেব কাকু যেভাবে আমাকে দৃষ্টি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করলেন আমি সারা জীবনের জন্য দেব কাকুর কাছে কৃতজ্ঞ। দেব কাকু কে আমার শতকোটি প্রণাম জানাই।
আরও পড়ুনঃ বাঁকুড়ায় আদিবাসীদের বিক্ষোভ,পথ অবরোধ
সাব্বিরের মত অসহায় দরিদ্র পরিবারের একটি ছেলের পাশে যেভাবে তিনি দাঁড়িয়েছেন তার জন্য সাব্বিরের পরিবারের সকলেই খুশি। সাব্বিরের বাবা বলেন, “বহু মানুষকে দেখেছি, কিন্তু দেবের মত মানুষকে দেখিনি।” তাই দেবের ভূমিকায় খুশি সাব্বিরের পরিবার সহ গোটা গ্রাম।
শুধু সাব্বির খান কে সুস্থ করা নয়, লকডাউনের সময় দেব যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে, এর আগে কোন সাংসদ কিংবা নির্বাচিত জনপ্রতিনিধি মানুষের পাশে এভাবে দাঁড়ায়নি বলে স্থানীয় বাসিন্দারা জানান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584