ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
প্রয়াত হলেন মধ্যপ্রদেশের রাজ্যপাল লালজি ট্যান্ডন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।তাঁর পুত্র আশুতোষ ট্যান্ডন মঙ্গলবার সকালে এক টুইট বার্তায় এ খবর জানান। তিনি লেখেন,”বাবা আর নেই।”
শ্বাসকষ্টজনিত সমস্যা, জ্বর ও মূত্রত্যাগ জনিত অসুখের কারণে সাম্প্রতিক তাঁকে লক্ষ্মৌয়ের এক এক হাসপাতালে ভর্তি করা হয়েছিল।সেই সময় তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ আসলেও পাকস্থলীতে সমস্যা ধরা পড়ায় অস্ত্রোপচার করতে হয়। কিন্তু দিন দিন তাঁর অবস্থার অবনতি ঘটলে তাঁকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়। অবশেষে মঙ্গলবার সকাল ৫:৩৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে নরেন্দ্র মোদির এক টুইট বার্তায় লেখেন, “সাংবিধানিক বিষয়ে তাঁর অসামান্য জ্ঞান ছিল। অটলজির সঙ্গে তাঁর সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ। এই শোকের মুহূর্তে তাঁর পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি সমবেদনা রইল।”
প্রসঙ্গত উল্লেখ্য, উত্তরপ্রদেশের কল্যাণ সিং সরকারের মন্ত্রী ছিলেন তিনি। পরে বিজেপি-বিএসপি সরকারের নগরোন্নয়ন মন্ত্রীর দায়িত্ব পালন করেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584