মোহনা বিশ্বাস, হুগলিঃ
করোনা ভাইরাসে আক্রান্ত নিরাপত্তারক্ষী। তাই পরিবারকে নিয়ে হোম কোয়ারেন্টাইনে গেলেন শ্রীরামপুর লোকসভার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এ রাজ্যে করোনা ভাইরাসের সংক্রমণ ক্রমশ বাড়ছে। এবার তৃণমূল সাংসদের বাড়িতে থাবা বসালো কোভিড-১৯। সাংসদ জানান, তিনি সম্পূর্ণ সুস্থ আছেন।
তবে তাঁর হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়ির নিরাপত্তারক্ষী কোভিড-১৯ আক্রান্ত হন। ওই ব্যক্তির শরীরে করোনার উপসর্গ দেখা দিতেই তড়িঘড়ি তাঁর লালারসের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। অর্থাৎ, নিরাপত্তরক্ষী নোভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রিপোর্ট আসার পরই তাঁকে বাঙ্গুর হাসপাতালে ভর্তি করা হয়। এর পরেই ১২ জনের সোয়াব টেস্টের জন্য পাঠানো হয়।
আরও পড়ুনঃ উত্তরবঙ্গের দুই জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের বদলি
বৃহস্পতিবার সকালেই সাংসদ, তাঁর স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যদের শরীরের নমুনা সংগ্রহ করে নিয়ে যাওয়া হয়। সংক্রমণ থেকে বাঁচতে দ্রুত হোম কোয়ারেন্টাইনে চলে গিয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও তাঁর পরিবারের সদস্যরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584