নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের বিধায়ক শ্রীমতি গীতা ভুঁইয়া, রাজ্যসভার সাংসদ ডাক্তার মানস ভুঁইয়া, বিডিও তুহিন শুভ্র মহান্তি, ওসি সুব্রত বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সভাপতি ও কর্মাধ্যক্ষগণ দুয়ারে সরকার কর্মসূচির সবং ব্লকের দুটি অঞ্চল পরিক্রমা করলেন এবং মানুষের সঙ্গে কথা বললেন।
এলাকার বিধায়ক গীতা রানী ভুঁইয়া বিশেষ করে স্বাস্থ্যসাথী প্রকল্পে নাম লেখানোর জন্য লাইনে দাঁড়ানো ৬ নম্বর চাউল কুড়ি এবং ৭নম্বর নারায়ণবাড় অঞ্চলের মহিলাদের সঙ্গে কথা বলেন এবং তাদের সাহায্য করেন।
রাজ্যসভার সাংসদ ডাক্তার মানস ভুঁইয়া প্রশাসনিক কর্তা ব্যক্তিদের সঙ্গে কথা বলে যাতে আরো সুষ্ঠ ভাবে মমতা ব্যানার্জির এই স্বপ্নের পরিকল্পনা মানুষের কাছে পৌঁছায় তার ব্যবস্থা করে দেওয়ার। এতে ওই এলাকার মানুষ খুব আনন্দিত। তারা ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে।
আরও পড়ুনঃ পশ্চিম মেদিনীপুরের জেলাশাসকের দফতরে ‘দুয়ারে সরকার’ ক্যাম্পে হাজির খোদ মুখ্যমন্ত্রী
ওই দুটি অঞ্চলে দুয়ারে সরকার ঘোষিত কর্মসূচি অনুযায়ী সবং ব্লকের প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত ছিলেন। সবচেয়ে বেশি মানুষের ভিড় ছিল স্বাস্থ্য সাথী প্রকল্পের কার্ড নেওয়ার জন্য আবেদন করার লাইনে।
সবং ব্লকের বিডিও তুহিন শুভ্র মহান্তি বলেন আবেদনকারী সকলেই স্বাস্থ্য সাথী প্রকল্পের কার্ড পাবেন। কেউ চিন্তা করবেন না। যারা আবেদন করেছেন সকলেই যাতে কার্ড পায় তার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সবং ব্লকের প্রতিটি অঞ্চলে এই কর্মসূচির আয়োজন করা হবে বলে তিনি জানান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584