নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
গেরুয়া শিবির থেকে সরে দাঁড়ালেন আরও একজন, বিজেপি থেকে পদত্যাগ করলেন গুজরাটের ভারুচের সাংসদ তথা আদিবাসী নেতা মনসুখ ভাসাভা। মঙ্গলবার তিনি তাঁর পদত্যাগপত্র জমা দেন। MoEFCC-এর বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নর্মদা জেলার ১২১ টি গ্রামকে ‘ইকো সেনসিটিভ জোন’ হিসাবে ঘোষণা করার কথা তিনি মোদীকে চিঠি লিখে জানান । এর একদিন পরেই দল ছাড়লেন আদিবাসী এই নেতা।
গুজরাটের বিজেপি সভাপতি সি আর পাটিলকে তিনি চিঠি লিখে জানিয়েছেন, আসন্ন বাজেট অধিবেশনের সময় সংসদের স্পিকারের হাতে পদত্যাগপত্র তুলে দেবেন তিনি।
চিঠিতে মনসুখ লেখেন, “ আমাকে দল সামর্থ্যের অতিরিক্ত সুযোগ দিয়েছে। দলের কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আমি সর্বদা কৃতজ্ঞ । আমি সতর্কতার সঙ্গে দলের নীতিগুলির সঙ্গে সঙ্গে আমার ব্যক্তিগত বিশ্বাস মেনে চলেছি। তবে আমি দেখব যাতে আমার ভুলগুলি দলের ক্ষতি না করে। আমি পদত্যাগের বিষয়টি পেশ করছি। আসন্ন বাজেট অধিবেশনের সময় সংসদ সদস্য হিসাবে আমার পদত্যাগপত্র মাননীয় লোকসভা স্পিকারের কাছেও জমা দেব।”
আরও পড়ুনঃ মন্দিরের ভিত পুজোয় বিপুল পরিমান দুধ-দই-ঘি ঢালা হল মাটিতে
২০২১ এর প্রথম দিকে গুজরাটে স্থানীয় নির্বাচনের আগে এই পদত্যাগ নি:সন্দেহে বড় ধাক্কা। স্ট্যাচু অফ ইউনিটির পাশে নর্মদা নদীকে কেন্দ্র করে ১২১টি গ্রামকে ইকো সেনসিটিভ জোন করা নিয়ে বিক্ষোভ শুরু হয় আদিবাসীদের মধ্যে।
আরও পড়ুনঃ সিএএ ইস্যুতে সাংসদ শান্তনু ঠাকুরকে সর্তক করল বিজেপি
গত সপ্তাহে এই বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠিও দেন মনসুখ। চিঠিতে তিনি উল্লেখ করেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক যাতে তাঁদের বিজ্ঞপ্তি প্রত্যাহার করে। এই পদক্ষেপের মাধ্যমে এলাকায় আদিবাসীদের মধ্যে শান্তি ফেরানোর আর্জিও জানান তিনি। কিন্তু দলেরই একাংশ এর বিরোধিতা করে।
মোদীর রাজ্যের রাজনৈতিক পর্যবেক্ষকদের মত এর পরই এমন সিদ্ধান্ত নিয়েছেন টানা ছ’বারের বিজেপি সাংসদ। তবে এর আগে রামমন্দির নিয়ে মনসুখের মন্তব্যে অস্বস্তিতে পড়েছিল বিজেপি শিবির। অযোধ্যায় রাম মন্দির নির্মাণের পক্ষে সুপ্রিম কোর্টের রায় প্রেক্ষিতে সাংসদ বলেছিলেন, ‘কেন্দ্রে বিজেপি সরকার আছে বলেই অযোধ্যায় মন্দিরের স্বপক্ষে রায় দিয়েছে শীর্ষ আদালত।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584