নেতাজীর জন্মদিনে বিজেপি – তৃণমূল নিজেদের প্রচার চালালো বলে কটাক্ষ সেলিমের

0
96

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

নেতাজী সুভাষ চন্দ্র বসুর একশো পঁচিশ তম জন্মদিন পালন করার নামে বিজেপি ও তৃণমূল নিজেদের প্রচার চালালো। আসল কারণ শিয়রে বিধানসভা ভোট। নেতাজীর জন্মদিনে প্রধানমন্ত্রীর সরকারি অনুষ্ঠান ও তৃণমূলের মিছিল নিয়ে এরকমই প্রতিক্রিয়া দিলেন সিপিআই (এম) পলিটব্যুরোর সদস্য তথা প্রাক্তন সাংসদ মহম্মদ সেলিম।

mohammad salim | newsfront.co
সাংবাদিক বৈঠকে মহম্মদ সেলিম। নিজস্ব চিত্র

শনিবার সিপিআই(এম) রাজ্য অফিসে সাংবাদিক সম্মেলন করে মহম্মদ সেলিম বলেন,’এদিন সরকারি খরচে বিজেপি জমায়েত করে দৃষ্টিকটু ভাবে জয় শ্রীরাম স্লোগান দিয়ে নিজের দলের আত্মপ্রচার চালালো। আবার নেতাজীকে নিয়ে মিছিল করার নামে মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দল ফরওয়ার্ড ব্লকের পতাকা গুলো তুলে ফেলে মমতা ও নেতাজীর ছবি কলকাতার রাস্তায় লাগিয়ে দিয়েছে। সবটাই ওরা করেছে ভোট প্রচারের জন্যই।’

mohammed salim | newsfront.co
নিজস্ব চিত্র

পরে মুখ্যমন্ত্রীর এই ঘটনার প্রতিবাদ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের রাজ্যে এরকম সরকারি কর্মসূচি, দলীয় কর্মসূচিতে মিশিয়ে দেওয়া প্রচলন করেছেন মুখ্যমন্ত্রী স্বয়ং। আশা করি ভিক্টোরিয়ার সভাতে মোদীর এই বিজেপি ময় কর্মসূচি দেখে যতদিন মমতা মুখ্যমন্ত্রী আছেন, নিজে এই কাজ থেকে বিরত থাকবেন।’

আরও পড়ুনঃ শাহ-সফরের আগে দলবদলের জল্পনা বঙ্গ রাজনীতিতে

পরে সেলিম আরও বলেছেন, ‘মোদী যা বলেন তার উল্টোপথে হাঁটেন। ট্রেনের নাম পরিবর্তন না করে হাওড়া স্টেশনের নাম নেতাজীর নামে রাখা যেতেই পারে। মোদী নেতা হতে পারেন, কিন্তু তিনি নেতাজী নন। নেতাজী নিজেই ছুটি নেওয়ার বিরোধী ছিলেন।

নেতাজীর পছন্দের পঞ্চ বার্ষিকী পরিকল্পনার কাজ ভারত সরকার বন্ধ করেছে মোদীর আমলেই। রাজ্যে এত কেন্দ্রীয় সরকারের অফিস ও শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে, তার প্রতিবাদ করেনি তৃণমূলের সাংসদরা।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here