নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
সারা দেশ করোনাভাইরাস -এর শিকার। সারাদেশেই জারি হয়েছে লকডাউন, গৃহবন্দি সাধারণ মানুষ। গ্রীষ্মের দাপটে শূন্য বিভিন্ন ব্লাড ব্যাংক। বিভিন্ন ব্লাড ব্যাংক গুলোতে রক্তের আকাল নেমে এসেছে।
থ্যালাসেমিয়া রোগী থেকে শুরু করে অ্যাক্সিডেন্ট রোগী সকলেই নাজেহাল অবস্থা রক্তের কারণে। করোনা ভাইরাসের আতঙ্কে স্বেচ্ছায় রক্তদাতারাও রক্ত দিতে এগিয়ে আসতে ভয় পাচ্ছে, বন্ধ বিভিন্ন রক্তদান শিবির। এই সময় ভগবানগোলা ব্লক ২ এর অন্তর্গত সরলপুর গ্রাম পঞ্চায়েতের পরিচালনায় আজ এক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো।
আরও পড়ুনঃ সংবাদিকদের পিপিই কিটস তুলে দিলেন দম্পতি
এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ লোকসভার সাংসদ আবু তাহের খান, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ রাজিব হোসেন, ভগবানগোলা ব্লক ২ তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রউফ সহ একাধিক ব্লক নেতৃত্ববৃন্দ। আজকের এই রক্তদান শিবিরে প্রায় ৭০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন বলে জানা গিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584