সাংসদ শতাব্দী রায়ের বাবা করোনা পজিটিভ, আক্রান্ত বেলেঘাটায় ২৫ নার্স- স্বাস্থ্যকর্মীও

0
112

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

ইতিমধ্যেই করোনা আক্রান্ত হয়েছেন টালিগঞ্জের বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রী। আবার শাসকদল তৃণমূল ও বিজেপিতেও থাবা বসিয়েছে করোনা। এবার করোনা থাবা বসাল টলিউড অভিনেত্রী তথা সাংসদ শতাব্দী রায়ের বাড়িতে।

Satabdi Roy | newsfront.co
কোলাজ চিত্র

সূত্রের খবর, রাজ্যের শাসক দলের সাংসদ শতাব্দী রায়ের বাবা করোনা পজিটিভ হয়েছেন৷ রবিবার শারীরিক অসুস্থতার জেরে তাঁকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়৷ সেখানে ভর্তি হওয়ার পরেই তাঁর করোনা পরীক্ষা হয়৷ সেই পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।

অভিনেত্রীর গড়িয়াহাটের বাড়িকে কন্টেনমেন্ট জোনে চিহ্নিত করার করার কাজ সেরে ফেলেছে কলকাতা পুরসভা৷ শতাব্দী রায় জানিয়েছেন, কয়েকদিন ধরেই তাঁর বয়স্ক বাবা খাবারে কোনও স্বাদ পাচ্ছিলেন না৷ পাশাপাশি শারীরিক দুর্বলতাও ছিল৷ সেই জন্যেই অভিনেত্রী তাঁকে হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেন৷ সেখানে করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে তাঁর। সাংসদের বাবাকে প্রতি মুহূর্তে নজরে রাখছেন ডাক্তাররাও।

আরও পড়ুনঃ নাম নথিভুক্ত থাকলে করোনা আক্রান্ত গর্ভবতীকে ফেরাতে পারবে না হাসপাতালগুলো, নির্দেশ রাজ্যের

অন্যদিকে, এক দিনে বেলেঘাটা আইডিতে করোনায় আক্রান্ত হয়েছেন ২৫ জন নার্স ও স্বাস্থ্যকর্মী।
হাসপাতাল সূত্রের খবর, আক্রান্তদের মধ্যে রয়েছেন ৭ জন নার্স। আক্রান্তদের মধ্যে ৫ জনের উপসর্গ বাড়াবাড়ি থাকায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের পাঠানো হয়েছে আইসোলেশনে। এর ফলে হাসপাতালের পরিষেবার প্রভাব পড়তে পারে বলে মনে করছে স্বাস্থ্যভবন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here