কেন্দ্রীয় নিরাপত্তা পেল বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মণ্ডল

0
105

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

এবার কেন্দ্রীয় নিরাপত্তা পেলেন বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মণ্ডল। সম্প্রতি তিনি তৃণমূল থেকে বিজেপি দলে যোগ দেন। আজ কেন্দ্রের তরফে তাঁকে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হল। চব্বিশ ঘণ্টা এগারো জন সশস্ত্র জওয়ান তাঁর জন্য মোতায়েন করা হয়েছে।কয়েকদিন আগে কলকাতায় তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়েছিল, এরপরই তিনি কেন্দ্রীয় নিরাপত্তা চেয়ে আবেদন করেন।

sunil mondal | newsfront.co
সুনীল মণ্ডল, সাংসদ। নিজস্ব চিত্র

দুহাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে তিনি তৃণমূলের টিকিটে ভোটে জিতেছিলেন। উনিশে ডিসেম্বর মেদিনীপুর কলেজ ময়দানে অমিত শাহর সভায় তিনি বিজেপিতে যোগ দেন।

আরও পড়ুনঃ মন্দিরের ভিত পুজোয় বিপুল পরিমান দুধ-দই-ঘি ঢালা হল মাটিতে

বিজেপিতে যোগ দেওয়ার পর কয়েকদিন আগে হেস্টিং অফিসে বৈঠকে যোগ দিতে এসেছিলেন তিনি। কিন্তু সেখানে ঢোকার আগে তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। বিজেপি সূত্রে খবর, গোটা ঘটনা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হয় বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়র। তিনিই সুনীল মণ্ডলের কেন্দ্রীয় নিরাপত্তার বিষয়টি তোলেন। পরে সুনীল মণ্ডলও কেন্দ্রের কাছে আবেদন করেন।

সুনীল মণ্ডল বলেন, “তৃণমূল আমাকে টার্গেট করতে পারে। আমি নিরাপত্তার জন্য দলের কাছে আবেদন করেছিলাম। দল পদক্ষেপ নিয়েছে। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা ইতিমধ্যেই আমার বাড়িতে পৌঁছে গিয়েছে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here